মাধ্যম নিউজ ডেস্ক: আবার অখণ্ড ভারতের হয়ে সওয়াল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশে তৈরি হতে চলা প্রতিরক্ষা করিডোরকে স্বাগত জানিয়ে যোগী বলেন, "একবার এখানে তৈরি কামান গর্জন করলে, পাকিস্তান নিজেই বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে।" শুক্রবার বুন্দেলখণ্ড অঞ্চলের বান্দায় কালিঞ্জর মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যাক্ত করেন যোগী। সম্প্রতি পাকিস্তানকে ‘পৃথিবীর বোঝা’ বলে অভিহিত করেছিলেন তিনি। এদিনও যোগী জানান, এমনিতেই পাকিস্তানের পরিস্থিতি সঙ্কটজনক, যত তাড়াতাড়ি তারা নিজেদের ভুল বুঝে ভারতের সঙ্গে সংযুক্ত হবে,তত তাদের জন্যই মঙ্গল। যোগী এদিন আরও বলেন, তিনি নিশ্চিত যে একদিন অখণ্ড ভারত (Akhand Bharat) তৈরি হবেই।
প্রতিরক্ষা করিডোর
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মত আদিত্যনাথের। উত্তরপ্রদেশের চিত্রকুট, বান্দা, ঝাঁসি, জালাউন, হামিরপুর, মাহোবা এবং ললিতপুর - এই সাতটি জেলা এর ফলে উপকৃত হবে। চিত্রকুট এবং দিল্লির মধ্যে ভ্রমণের সময় নেমে আসবে সাড়ে পাঁচ ঘণ্টায়। যোগী বলেন, "চিত্রকুটে একটি বিমানবন্দর আসছে। প্রতিরক্ষা করিডোর তৈরি করা হচ্ছে, এবং সেখানে তৈরি কামান যখন গর্জে উঠবে, তখন পাকিস্তান নিজে থেকেই উধাও হয়ে যাবে।"
আরও পড়ুুন: মোদির ওপর বিবিসি-র বানানো তথ্যচিত্র ‘প্রচার সর্বস্ব ভিডিও’, তোপ ব্রিটিশ সাংসদের
আগামী দিনে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে প্রধান করিডর হয়ে উঠতে চলেছে উত্তরপ্রদেশ। এমনই ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যোগীরাজ্যে উপগ্রহ নির্মাণের হাব তৈরি করা হবে বলে শিল্পপতিদের একটি সম্মেলনে জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা করিডোরের স্বার্থে রাজ্যের ৭৫টি জেলায় বিনিযোগ হবে বলে দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তথ্যপ্রযুক্তির পাশাপাশি জৈব জ্বালানি, হাইড্রোজেন শক্তি, বৈদ্যুতিক যান, খাদ্য প্রক্রিয়াকরণ, শিক্ষা এবং চিকিৎসা সহ মোট ২৫টি খাতে এই বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। প্রতিরক্ষা করিডোরের জন্য ৩ হাজার ৭০০কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। উত্তরপ্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর (UPDIC) তৈরির জন্য ছয়টি নোড আগ্রা, আলিগড়, চিত্রকুট, ঝাঁসি, কানপুর এবং লখনউকে চিহ্নিত করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours