মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়ার অভিযোগে ফতেমা খান নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণীর বয়স ২৪। রবিবার দুপুরেই তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শনিবারই মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপে একটি হুমকিবার্তা এসেছিল, যোগী ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। ঘটনার পরেই মুম্বই পুলিশের (Mumbai Police) জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে।
ফতেমা খানের বাড়ি থানে জেলার উল্লাসনগরে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফতেমা খানের বাড়ি থানে জেলার উল্লাসনগরে। ফতেমার পিতার কাঠের ব্যবসা রয়েছে। তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) পাশ করেছেন ওই তরুণী। জানা গিয়েছে, ওই তরুণীকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরাও শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। ওই তরণী কেন হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তরুণী শিক্ষিত। কিন্তু তাঁর মানসিক অস্থিরতা রয়েছে।
আরও পড়ুন: রোটি-বেটি-মাটি সুরক্ষিত করার আহ্বান শাহের, ঝাড়খণ্ডে ইস্তেহার প্রকাশ বিজেপির
গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ (Mumbai Police)
সম্প্রতি, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের নাম উঠে আসে। এরই মধ্যে যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকিবার্তা আসে মহারাষ্ট্র পুলিশের কাছে। প্রসঙ্গত, ভোটমুখী মহারাষ্ট্রে প্রায়ই যাওয়া-আসা করছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মহারাষ্ট্র থেকে হুমকি আসায় ঘটনাটিকে যথেষ্ঠ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে সে রাজ্যের পুলিশ। তাতেই উঠে আসে ওই তরুণীর নাম। সম্প্রতি, বিহারের সাংসদ পাপ্পু যাদবকেও হুমকি দেয় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সেই ঘটনাতেও শনিবার বিহার পুলিশ দিল্লি থেকে মহেশ পাণ্ডে নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours