WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

মহিলা আইপিএল নিলামে তারকা ভারতীয় ক্রিকেটারদের কে পেলেন কত টাকা, দেখে নিন এক ঝলকে।
womenAsia
womenAsia

মাধ্যম নিউজ ডেস্ক: এর আগেই মহিলা আইপিএলের (WPL Auction 2023) ঘোষণা করেছে বিসিসিআই। গতকাল ছিল তার নিলাম। কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা বিশ্বে জয়জয়কার রিচা-তিতাসদের। এই নিলামের দিকে তাকিয়ে ছিল সবাই।

আরও পড়ুন: দিল্লি, মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর হানা, কর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বাংলা থেকে তিন ক্রিকেটার আইপিএলে জায়গা করে নিয়েছেন। দীপ্তি শর্মাকে কিনেছে উত্তরপ্রদেশ। রিচা ঘোষ খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিতাস সাধু। এঁদের মধ্যে সব থেকে বেশি দর উঠেছে দীপ্তি শর্মার। ভারতীয় দলের এই অলরাউন্ডারকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। রিচাকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে আরসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাসকে ২৫ লক্ষ টাকায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
 
এছাড়া কার কত দর উঠল? 

  • স্মৃতি মন্ধনা: ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
  • হরমনপ্রীত কউর: ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউরকে দলে নিতে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করছে মুম্বই। 
  • জেমিমা রড্রিগেজ: জেমিমা রড্রিগেজকে ২.২০ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
  • দীপ্তি শর্মা: ভারতীয় তারকা স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিলামে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। 
  • রিচা ঘোষ: রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
  • শেফালি ভার্মা: শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় শেফালিকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
  • রাধা যাদব: রাধা যাদবের দর ওঠে ৪০ লক্ষ টাকা। কিনেছে দিল্লি ক্যাপিটালস। 
  • তিতাস সাধু: অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে অনবদ্য বোলিং করেছিলেন বাংলার তিতাস সাধু। ফাইনালে ম্যাচ অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। ২৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles