T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর আগে কী বললেন রোহিত?

কোথায় শত্রুতা! রোহিত-বাবরের ফটোশ্যুট দেখে আলোড়ন নেটপাড়ায়।
rohit
rohit

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের (world cup schedule t20) প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। ওই ম্যাচে ভারতের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (india pakistan match)। ২০২১ সালে ভারত-পাক দ্বৈরথে শেষ হাসি হেসেছিল বাবর আজমরা। এবার ভারতীয় দলের উপর যে একটু বাড়তি চাপ থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবুও চিন্তিত নন ভারত অধিনায়ক। তিনি জানিয়ে দিয়েছেন শেষ সময়ে নয় ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিনি।

রোহিত শর্মা বলেছেন,'পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ভেবে ফেলেছি। যারা খেলবে তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখতে চাইছি না। তাই ছেলেদের আগে থেকেই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছি যাতে ওরা প্রস্তুত হয়ে নামতে পারে।'রোহিত আরও বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালই জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের সময়েও অন্য কথা বলে নিজেদের ব্যস্ত রেখেছিলাম। আধুনিক ক্রিকেটে সব দলই ভয়ডরহীন হয়ে গিয়েছে। আমাদের সেই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আগে টি-টোয়েন্টিতে ১৪০ রান তুললেই জেতা যেত। এখন ১৪-১৫ ওভারেই সেই রান উঠে যায়।”

পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম একাদশ তৈরি করার কথা জানালেও, কারা থাকতে চলেছেন সেই প্রথম একাদশে তা নিয়ে এখনও কিছু খোলাসা করে জানানি টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিনি এখন মজে রয়েছেন ফটোশ্যুটে।  কোথায় শত্রুতা! চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে যেখানে টানটান উত্তেজনার চোরাস্ত্রোত বয়ে চলে, সেখানে রোহিত শর্মা এবং বাবর আজমের ফটোশ্যুট  অন্য গল্প বলছে। খোশমেজাজে দুই অধিনায়ককে দেখে মনে হচ্ছিল, প্রতিবেশি দুই দেশের মাঝে ভ্রাতৃত্বের বিজ্ঞাপন করছেন রোহিত-বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফটোশ্যুট ছিল অধিনায়কদের। সেখানে রোহিত এবং বাবরের ছবিতেই পরিষ্কার, যে, রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা এবং টানাপোড়েন, বিদ্বেষের বাইরে বেরিয়ে রোহিত-বাবরদের সম্পর্ক কিন্তু অত্যন্ত সুন্দর। আর সেটাই যেন আরও একবার প্রমাণিত হল।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles