মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের। প্রথমবার আয়োজিত আইসিসির মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল শেফালি-তিতাসরা। খুশির জোয়ারে ভাসছে ভারতের মেয়েরা। ম্যাচ শেষে সেলিব্রেশন মুডে টিম ইন্ডিয়া। ম্যাচের পর ‘কালা চশমা’ গানে নাচতে দেখা গেল শেফালিদের। আইসিসি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি পোস্ট করে। ক্যাপশনে লেখে ‘মাঠে এবং বাইরেও জিতছে (ভারতীয় দল)।’ ভারতীয় ক্রিকেটারদের এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শুভেচ্ছা বার্তা
অনূর্ধ্ব-১৯ মেয়েদের জয়ের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকার। ট্যুইট বার্তায় শচিন জানিয়েছেন, ভারতের মেয়েরা ক্রিকেটটা অনেক উঁচুতে নিয়ে যাচ্ছে। প্রথমে মেয়েদের আইপিএল, তারপর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ।
Indian women’s cricket is on the up! First the announcement of the #WPL & now the #U19T20WorldCup win.
— Sachin Tendulkar (@sachin_rt) January 29, 2023
Congratulations to the entire women’s team on winning the inaugural U19 World Cup. 🇮🇳🏆🏏
This win will inspire a whole generation to take up sports. pic.twitter.com/TB3gtd3eoC
ভারতের জয়ের পর ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা। দেশের মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এটা একটা অনেক বড় সাফল্য। আশা করছি, আগামীদিনে দেশের মহিলা ক্রিকেট আরও উচ্চতর পর্যায়ে পৌঁছবে।'
Congratulations to the Women’s under 19 team for winning the World Cup .. it’s a great stepping stone for the girls to take their game to the higher level .@BCCIWomen ..
— Sourav Ganguly (@SGanguly99) January 29, 2023
দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং- এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটাররা। মাত্র ৬৮ রানে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংল্যান্ড। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে শুরু করে। ইংল্যান্ডের মাত্র চারজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছে। ভারতের হয়ে তিতাস সাধু, পার্শ্ববী চোপড়া এবং অর্চনা দেবী দুটো করে উইকেট নিয়েছেন। উল্টোদিকে মাত্র ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। তিতাসদের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মিতালি রাজে প্রমুখ।
Big congratulations to the U-19 girls cricket team for winning the World Cup. Well done on making the nation proud🇮🇳 #JaiHind @bcciwomen @bcci
— Rohit Sharma (@ImRo45) January 29, 2023
আরও পড়ুন: পরিকল্পনা বাস্তব রূপ পেল! এতদিনে স্বপ্ন পূরণ বিশ্বকাপ জয়ী বাংলার তিতাসের
U-19 World Cup Champions! What a special moment! Congratulations girls on your triumph 🏆🇮🇳
— Virat Kohli (@imVkohli) January 29, 2023
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours