মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে আজ আর কিছুক্ষণের মধ্যেই বর্তমান মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে পঞ্চম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজনৈতিক মহলের ধারণা, দেশজুড়ে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে জনমোহিনী বাজেটের পথে হাঁটতে পারে সরকার। সেই ক্ষেত্রে আশা করা হচ্ছে, এই বাজেটে আয়কর, কর্মসংস্থান, পরিকাঠামো, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিষয়গুলিতে বেশি নজর দেবে সরকার।
Delhi | Finance Minister Nirmala Sitharaman reaches Rashtrapati Bhavan to call on President Murmu
— ANI (@ANI) February 1, 2023
FM will then attend the Union Cabinet meeting, and then present Union Budget 2023-24. pic.twitter.com/hHDSZU7g3j
এবারে বাজেটে পিএম কিষাণের অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে। উত্তর ভাবতের রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল কৃষি প্রধান। এই আবহে কৃষকদের মন জয় করতে এবং বিতর্কিত কৃষি আইনের স্মৃতি ভুলিয়ে দিতে ৬ হাজার থেকে বাড়িয়ে পিএম কিষাণের বার্ষিক অনুদানের পরিমাণ ৮ হাজার করা হতে পারে। এছাড়া মহিলা, গরিব, অনগ্রসর, দলিত, জনজাতির ভোটারদের জন্য বেশ কিছু বড় ঘোষণা করা হতে পারে আজকের বাজেটে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব ঠেকাতেও কিছু পদক্ষেপের ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফে। আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা ঘনাচ্ছে, সেখানে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রী কী কী পদক্ষেপ করেন তাই দেখার।
নির্মলার আজকের দিন...
বুধবার গুরুত্বপূর্ণ দিন। সীতারামনের এদিনের শুরুটা করলেন সকালে পুজো দিয়ে। সেখান থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যান অর্থমন্ত্রকে। এরপর সেখান থেকে যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। এই সময় রাষ্ট্রপতি মুর্মু বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন দেবেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অনুমোদন নেওয়ার পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বহিখাতা (আদতে, ট্যাবলেট। এখন কেন্দ্রের পেপারলেস নীতি অনুযায়ী ডিজিটাইজড ভার্সান ব্যবহৃত হয়) নিয়ে সংসদে পৌঁছাবেন। সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে মন্ত্রিসভা থেকে বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া হবে।
অতঃপর, অর্থমন্ত্রী সকাল ১১টায় সংসদে সাধারণ বাজেট পেশ করবেন এবং এ বিষয়ে বক্তৃতা শুরু করবেন।
আরও পড়ুুন: বিপুল জনসমাগম! নেতাইয়ের সভা থেকে মমতা-অভিষককে আক্রমণ শুভেন্দুর
কখন দেখবেন
মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে সরকার অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ পেশ করেছে। আগের দুটির মতো, ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটও পেপারলেস হবে। আজ বাজেট বক্তৃতা সকাল ১১ টায় শুরু হবে। গতবার, সীতারামন তার ২০২২-২৩ কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় প্রায় ৯২ মিনিট সময় নিয়েছিলেন, যা এখনও পর্যন্ত সবচেয়ে ছোট বক্তৃতা। এবার তিনি কতক্ষণ সময় নেন, তা-ও দেখার।
কোথায় দেখবেন
সংসদ টিভি ও দূরদর্শনে কেন্দ্রীয় বাজেটের লাইভ-স্ট্রিম করা হবে। সরাসরি সম্প্রচার তাদের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের অনলাইন প্ল্যাটফর্মে বাজেট 2023 স্ট্রিম করবে।
মোবাইল অ্যাপ
ফিনান্স বিল সহ সব ১৪টি কেন্দ্রীয় বাজেটের নথি, "ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ"-এ পাওয়া যাবে - সংসদ সদস্য ও সাধারণ জনগণের এই বাজেট নথি বিনামূল্যে নিতে পারবেন। অর্থমন্ত্রকবিবৃতিতে সেই বিষয়টি জানিয়েছে। অ্যাপটি (ইংরেজি ও হিন্দি) অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে । এটি কেন্দ্রীয় বাজেট ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in থেকেও ডাউনলোড করা যেতে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours