WhatsApp: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

একাধিক সুরক্ষা ফিচারের ঘোষণা করলেন হোয়াটসঅ্যাপ তথা মেটা সিইও মার্ক জাকারবার্গ।
cf85794e-ead8-11eb-b8ce-2737a30d4ad4_1629887891845_1637730137519_1660114179215_1660114179215
cf85794e-ead8-11eb-b8ce-2737a30d4ad4_1629887891845_1637730137519_1660114179215_1660114179215

মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যের সুরক্ষার জন্য প্রায়শই নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবারে আবার নতুন ফিচার নিয়ে হাজির মেসেজিং প্ল্যাটফর্ম। এবারে একাধিক সুরক্ষা ফিচারের (Security Features) ঘোষণা করলেন হোয়াটসঅ্যাপ তথা মেটা সিইও মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। যেসব ফিচারের কথা ঘোষণা করেছেন সেগুলো হোয়াটসঅ্যাপে আসার পর ইউজারদের অনেক সুবিধা হবে এবং এতে তাদের কোনও গোপনীয় তথ্যও অন্যের হাতে সহজে যাবে না।


হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার থেকে ‘সি ওয়ান্স’ মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না। ‘ভিউ ওয়ান্স’ বা 'সি ওয়ান্স' ফিচারের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ, এই ‘সি ওয়ান্স’-এর মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু ছবি, ভিডিয়ো পাঠাতে পারেন,  যেটি দ্বিতীয়বারের জন্য দেখা যায় না। একবার দেখার পরেই তা ভ্যানিশ হয়ে যায়। তাই, অনেকেই ‘ভিউ ওয়ান্স’ মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা এই ফিচার আসার পর আর সম্ভব হবে না। এই ফিচারটি সাধারণত আমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপেও এই সুবিধা খুব শীঘ্রই আসতে চলেছে।

আরও পড়ুন: হ্যাকিং রুখতে এই নতুন সিকিউরিটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, সুবিধা কী কী?

এছাড়াও আরও একটি মজাদার ফিচার আসতে চলেছে। অনেক সময় আপনারা অফলাইন হওয়ার নাম করেও অন থাকেন, আর অপরদিকে অন্য ব্যক্তি দেখতে পাচ্ছে যে আপনি অলাইন আছেন। ফলে এমন অবস্থায় আর চিন্তা করার দরকার নেই। এরপর থেকে আপনি বেছে নিতে পারবেন যে, অনলাইন ‘স্টেটাস’ কাকে দেখাবেন। অর্থাৎ, আপনি বন্ধুবান্ধব থেকে লুকিয়েও হোয়াটসঅ্যাপ করে যেতে পারবেন। কিন্তু তাঁরা আপনাকে অফলাইনই দেখবেন। এই অপশনটি অন করলেই আপনি নিজেকে অফলাইন রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেতে পারবেন।

আবার কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সহজেই বেরিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে গ্রুপের অন্য কোনও সদস্যের কাছে তার নোটিফিকেশন যাবে না। এই ফিচারও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, অনেক সময়ই আমাদের মনে হয়, কাউকে বিরক্ত না করে গ্রুপ থেকে বেরিয়ে যেতে। যাতে পরে কোনও প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তবে এক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন জানতে পারবেন।

সুতরাং এইসব নতুন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। যদিও হোয়াটসঅ্যাপ থেকে এখনও কিছু জানানো হয়নি যে কবে এই ফিচারগুলো স্মার্টফোনে আসতে চলেছে। এগুলো এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles