মাধ্যম নিউজ ডেস্ক: ফের তাপমাত্রা সামান্য হলেও বাড়ল শহর কলকাতায়। আজ, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের চেয়ে যা কিছুটা বেশি। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের বাকি ক'দিনে তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কলকাতাবাসীর এখন একটাই জাঁকিয়ে শীত কবে পড়বে (West Bengal Weather)?
জেলার আবহাওয়া
কলকাতায় তাপমাত্রা বাড়লেও জেলায় আবহাওয়ার পরিস্থিতি একেবারেই ভিন্ন। বলা চলে, জেলায় শীত জাঁকিয়েই বসেছে (West Bengal Weather)। কারণ বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে অবস্থান করছে। ফলে জেলাগুলোতে হালকা শীত নয়, কনকনে শীত পড়তে শুরু করেছে সেখানে। আবার অনেক জেলায় ডিসেম্বর শুরুর আগেই পারদ নেমে গিয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, রবিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, পানাগড় (১৩.২ ডিগ্রি সেলসিয়াস), শ্রীনিকেতনের (১৩.৮ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রাও ছিল ১৪ ডিগ্রির নীচে। ভোরে কুয়াশা এবং উত্তুরে হাওয়ার দাপটে শীত টের পাওয়া যাচ্ছে জেলায় জেলায়। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে জমিয়ে শীত পড়তে শুরু করেছে।
আরও পড়ুন: রাজ্যে পারদ পতন, উত্তুরে হাওয়ায় কলকাতায় শীতের আমেজ
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচেই। কিন্তু আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া একইরকম থাকতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও আগামী পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন হবে না (West Bengal Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া পরিস্কার থাকবে ও বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather)।
কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রবিবারের মতো ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় জাঁকিয়ে শীত পড়তে এখনও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে (West Bengal Weather)।
+ There are no comments
Add yours