Kaliaganj: কালিয়াগঞ্জে পুলিশের ভয়ে বাসিন্দারা রাত কাটাচ্ছেন ফসলের ক্ষেতে!

যে কোনও মুহূর্তে পুলিশ এসে বাড়ির পুরুষ ও মহিলাকে তুলে নিয়ে যেতে পারে, এমনই আশঙ্কা
Kaliaganj
Kaliaganj

মাধ্যম নিউজ ডেস্ক: যে কোনও মুহূর্তে পুলিশ বাড়িতে এসে তুলে নিয়ে যেতে পারে। সেই আতঙ্কে রাত কাটছে মাঠে, ফসলের ক্ষেতে। এমনই অবস্থা কালিয়াগঞ্জের (Kaliaganj) সাহেবঘাটা, রঘুনাথপুর, রাইপুর, মনোহরপুর গ্রামের বাসিন্দাদের। পুলিশ এটা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি জেলা বিজেপি নেতৃত্বের।

পুলিশের ভয়ে বাড়িছাড়া

নাবালিকার মৃত্যুর ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়েছে কালিয়াগঞ্জ (Kaliaganj)। ভাঙচুর হয়েছে কালিয়াগঞ্জ থানা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল থানা সংলগ্ন এলাকায়। পুলিশকে বেধড়ক মারধরও করা হয়। আর তার জেরে চলে পুলিশি অভিযান। এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার যুবক মৃত্যুঞ্জয় বর্মনের। গত দশ দিন ধরে এত কাণ্ড কালিয়াগঞ্জে ঘটেছে। এরপরও কালিয়াগঞ্জের বেশ কিছু গ্রামে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও কালিয়াগঞ্জের সাহেবঘাটা, রঘুনাথপুর, রাইপুর, মনোহরপুর গ্রামের বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পুলিশের ভয়ে। যে কোনও মুহূর্তে পুলিশ এসে বাড়ির পুরুষ ও মহিলাকে তুলে নিয়ে যেতে পারে, এমনই আশঙ্কায় রাতের বেলায় মাঠে কিংবা ফসলের ক্ষেতে থাকছেন তাঁরা।

চাপা আতঙ্ক গোটা গ্রামে 

রঘুনাথপুর এলাকার গ্রামবাসীদের দাবি, কালিয়াগঞ্জের (Kaliaganj) সাহেবঘাটায় নাবালিকার মৃত্যুতে যে বিক্ষোভ হয়েছিল, সেখানে তাঁরা ছিলেন না। এমনকী থানা ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাতেও তাঁরা ছিলেন না। তারপরেও পুলিশ রাত হলেই আসছে এবং গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। যার ফলে তাঁরা আতঙ্কিত। বিশেষ করে রাধিকাপুরে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হওয়ায় আতঙ্কের ছাপ গ্রামবাসীদের মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় নির্ভয়ে গ্রামে থাকতে বললেও তাতে আশ্বস্ত হতে পারছেন না গ্রামবাসীরা। অন্যদিকে নাবালিকার মৃত্যুর পর তার গ্রামে বসানো হয়েছে পুলিশ পাহারা। বাড়ির কাছেই সমাধিস্থ করা হয়েছে নাবালিকাকে। পুলিশের সঙ্গে নাবালিকার গ্রামের মানুষদের কথাবার্তাও হচ্ছে। কিন্তু তারপরও এক চাপা আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আর এই সমস্ত  কিছু কাটিয়ে গ্রামবাসীরা চাইছেন আবারও পুরোনো ছন্দে ফিরুক গ্রাম, স্বাভাবিক হোক জনজীবন।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির

পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অপরদিকে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ফোনে জানিয়েছেন, পুলিশ প্রকৃত অপরাধীদের ধরতে পারেনি। মোয়াজ্জেম হোসেন গুলি করেছে। তাকে আইসিইউতে রেখে জামাই আদর করে স্পেশাল ট্রিটমেন্ট চলছে। আর নিরীহ গ্রামবাসীরা, যারা কোনওভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নয়, তাদের তুলে নিয়ে গিয়ে হয়রানি করছে। তাতে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ জমা হচ্ছে, তা কোনওভাবেই সমাজের পক্ষে মঙ্গল ডেকে আনবে না। পুলিশের উচিত প্রকৃত দোষীদের গ্রেফতার করা। পুলিশ যদি এটা বন্ধ না করে, মানুষের স্বার্থে বড় আন্দোলনে (Kaliaganj) নামার হুঁশিয়ারি দেন বাসুদেববাবু।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles