Weather Update: বঙ্গে প্রাক-শীতের আমেজ! নভেম্বরেই বাতাসে বড় রদবদল, ইঙ্গিত হাওয়া অফিসের

Kali Puja 2024: কালীপুজোয় রাজ্যে আবহাওয়া কেমন থাকবে?
Weather_Update_(1)
Weather_Update_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মাস জুড়ে ভিজেছে বঙ্গ। ক্যালেন্ডার অনুসারে, এখন হেমন্তকাল। বর্ষা বিদায় নিয়েছে পাকাপাকিভাবে। নতুন করে এই মুহূর্তে নিম্নচাপের সম্ভাবনাও দেখছে না আবহাওয়া দফতর। একদিন পরই  কালীপুজো (Kali Pujo 2024)। তার আগেই হাওয়া অফিস (Weather Update) জানিয়ে দিচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ায় বদল আসবে।

কালীপুজোয় কি বৃষ্টি হবে? (Weather Update)

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে খুব সামান্য। তবে, শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের শুষ্ক আমেজ শুরু। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া (Weather Update) ও শীতের মরসুমের টের পাওয়া যাবে। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। ফলে শীতের আমেজ আসবে ধীরে ধীরে। তাই মোটের ওপর কালীপুজো ও ভাইফোঁটার সময়ে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: বদলে গেল সময়, ২০২৫-এর একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু কখন?

কলকাতায় শীতের শুরু কবে?

কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার (Weather Update) শুরু। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ। শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া শুরু হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে।

উত্তরবঙ্গে শীত আগেই?

উত্তরবঙ্গের (Weather Update) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। নভেম্বরের শুরু থেকে শুষ্ক মনোরম আবহাওয়া অনুভব করা যাবে উত্তরেও। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles