WBJEE 2022 Result: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম দুই স্থানেই হিমাংশু শেখর

WBJEE: জয়েন্ট এন্ট্রাস কর্তৃপক্ষও ফলাফল ঘোষণার সময় জানিয়ে দিয়েছে প্রথম দুজন কৃতীর নাম একই থাকাটা অভাবনীয়। 
Himangshu_Sekhar_
Himangshu_Sekhar_

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফল (WBJEE 2022 Result)। পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হয়েছে ফলাফল। বিকেল ৪টে থেকে ফল দেখা যাচ্ছে ওয়েবসাইটে।  

মজার বিষয়, এবছর প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর নাম একই। দুজনেই হিমাংশু শেখর (Himangshu Sekhar)। প্রথম জন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র। দ্বিতীয় হিমাংশু শিলিগুড়ির ভানুনগর নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ সাউথ পয়েন্টের জাহ্নবী শ। 

আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

বাকি প্রথম দশে যারা আছেন তাঁরা হলেন, 

পঞ্চম - কৌস্তভ চৌধুরী, কোচবিহার জেনকিন্স স্কুল
ষষ্ঠ - সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার স্কুল
সপ্তম - দেবরাজ কর্মকার, ডিবিএমএস কদমা হাইস্কুল, জামশেদপুর
অষ্টম - অগ্নিধ্র দে, সাউথ পয়েন্ট হাই স্কুল
নবম - অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ স্কুল
দশম - শুভঙ্কর বন্দোপাধ্যায়, সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর

জয়েন্ট এন্ট্রাস কর্তৃপক্ষও ফলাফল ঘোষণার সময় জানিয়েছে, প্রথম দুজন কৃতীর নাম একই থাকাটা অভাবনীয়। তাঁদের অভিনন্দন জানানো হচ্ছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্য়ান,মলয়েন্দু সাহা বলেন, "সাধারণত দুজন কৃতীর একই নাম দেখা যায় না। তাঁদেরকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি।" প্রথম স্থানাধিকারী হিমাংশু শেখর জানিয়েছে "দুজনের একই নাম দেখে প্রথমটা গুলিয়ে গিয়েছিল।"  

এবছর পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় ২০ শতাংশ বেশি। মোট পরীক্ষার্থী ৮১,৩৯৩ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০, ১৩২ জন। তাঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ৬২,৯২৭ জন। 

ফলাফলের শীর্ষে যে জেলাগুলি রয়েছে, সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি। এবছর তালিকায় সবথেকে বেশি জায়গা করে নিয়েছে রাজ্য বোর্ডের পড়ুয়ারা। প্রথম দশে রয়েছে সিবিএসই বোর্ডের ৬ জন, আইসিএসই বোর্ডের দুজন এবং রাজ্য বোর্ডের দুজন। এবার ২৭৭টি সেন্টারে পরীক্ষা হয়েছে। 

অগাস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে অনলাইন কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সেলিং শেষ হবে। ৫৮,৬২৩ পরীক্ষার্থী র‍্যাঙ্ক পেয়েছেন। এবছর জয়েন্টের পরীক্ষা শেষ হয়েছে ৩০শে এপ্রিল। কারও ফল নিয়ে কোনও সন্দেহ থাকলে ওএমআর শিট স্ক্যানের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন পড়ুয়ারা।  

   

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles