Uttar Pradesh: মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, প্রস্তাব উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের

State Women Commission: নারী নির্যাতন রুখতে উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন সরকারকে কী প্রস্তাব দিতে চলেছে জানেন?
Uttar_Pradesh
Uttar_Pradesh

মাধ্যম নিউজ ডেস্ক: নারী নির্যাতন রুখতে বড় উদ্যোগ নিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজ্য মহিলা কমিশন। মহিলাদের সুরক্ষার জন্যই মূলত ওই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মহিলাদের জামাকাপড়ের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ দর্জি। শুধু তা-ই নয়, সেলুনে কোনও পুরুষ কর্মী মহিলার চুলও কাটতে পারবেন না। মহিলাদের জামাকাপড়ের মাপ, চুল কাটবে মহিলারা। মহিলাদের সঙ্গে বেড়ে চলা নানা অন্যায় এবং হেনস্থা থেকে তাঁদের রক্ষা করতে এমনই পদক্ষেপ নিতে চাইছে উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন।

মহিলা কমিশনের সদস্য কী বললেন? (Uttar Pradesh)

গত ২৮ অক্টোবর মহিলাদের (Uttar Pradesh) নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের (State Women Commission) একটি বৈঠক হয়। সেখানেই এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মহিলা কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল বলেন, " বৈঠকে মহিলাদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়েছে যে, মহিলাদের পোশাকের মাপ একমাত্র মহিলা দর্জিই নেবেন। কোনও পুরুষ সেই কাজ করতে পারবেন না। শুধু তা-ই নয়, সিসিটিভি ক্যামেরাও লাগাতে হবে। এমনকী সেলুন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। কোনও পুরুষ কর্মীকে সেই পরিষেবায় নিযুক্ত করা যাবে না।” ওই বৈঠকে এই প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানান কমিশনের সদস্যরা।

আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

সরকারের কাছে আইন আনার জন্য অনুরোধ

কমিশনের (Uttar Pradesh) ওই সদস্যের যুক্তি, পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এই ধরনের পেশায় মহিলা গ্রাহকেরা হেনস্থার শিকার হন। অনেক ক্ষেত্রে আপত্তিকর ভাবে মহিলাদের স্পর্শ করার চেষ্টাও করা হয়। তবে সব পুরুষেরই যে অসৎ উদ্দেশ্য থাকে, এমনটা নয়। এ কথাও জানিয়েছেন কমিশনের সদস্যরা। গোটা বিষয়টিই এখন প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন মহিলা কমিশনের এই সদস্য।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles