মাধ্যম নিউজ ডেস্ক: কী বলবেন একে? বাজেট (Union Budget) পেশের পদ্ধতির বিবর্তন? নাকি অন্য কিছু? জানুয়ারির ৩১ তারিখে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। তার আগে ১ ফেব্রুয়ারি হবে বাজেট পেশ। নরেন্দ্র মোদি সরকারের এটাই শেষ পূ্র্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। প্রথা অনুযায়ী, সাধারণ নির্বাচনের বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় না। হয় ভোট অন অ্যাকাউন্ট পেশ। তাই এবারই শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)।
ব্রিফকেস সংস্কৃতি...
এতদিন আমরা দেখতাম যিনি পার্লামেন্টে বাজেট পেশ করতে চলেছেন, তিনি নিয়ে যাচ্ছেন ব্রিফকেস (Briefcase)। দীর্ঘ দিনের এই প্রথায় ছেদ পড়ে নির্মলার জমানায়, ২০১৯ সালে। সেবার বাজেট করতে তিনি নিয়ে যান চিরাচরিত বহিখাতা। বাজেট (Union Budget) পেশের ধরনের গা থেকে ইংরেজ শাসনের গন্ধ ঝেড়ে ফেলতেই এই ব্যবস্থা করেছিলেন তিনি। স্বাধীনতা-উত্তর কালে ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে শাঙ্কমুখম ছেট্টি লেদার পোর্টফোলিও ব্যাগে করে বাজেট পেশ করেছিলেন। তাঁর পরবর্তী কালের অর্থমন্ত্রীরা বাজেট পেশের জন্য নানা রকম ব্রিফকেস ব্যবহার করতেন। ২০২১ সালে ফের বাজেট পেশের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেন সীতারামণ। এবার তিনি বাজেট পেশ করেন ভারতে তৈরি ট্যাবলেটে। মোদির ডিজিটাল ইন্ডায়ার স্বপ্ন সার্থক করতেই এই পন্থা অবলম্বন করেছিলেন তিনি। তাঁর আগে ভারতের কোনও অর্থমন্ত্রী এভাবে বাজেট পেশ করেননি। চলতি বছরও ‘পেপারলেস’ বাজেট পেশ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুুন: ‘আমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, তাঁদের সমস্যা বুঝি’, বাজেট প্রসঙ্গে বললেন সীতারামন
ব্রিফকেস সংস্কৃতি থেকে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ যখন বাজেট (Union Budget) পেশের জন্য সাবেকি বহিখাতার ওপর নির্ভর করলেন, তখন তাঁর কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি। সীতারামণ বলেছিলেন, আমি ভাবলাম ব্রিটিশদের অধীনতা থেকে আমাদের বেরিয়ে আসাই ভাল। আমি এটাও ভেবেছিলাম, আমাদের নিজেদের মতো করে কিছু একটা করা প্রয়োজন। তিনি বলেন, ভারতীয় এই জিনিসটি (বহিখাতা) বহন করা আমার পক্ষে সহজ ছিল। খুব বেশি করে ভারতীয় বলে মনেও হচ্ছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours