মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের বাজেট অধিবেশনে (Union Budget) ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র। দেশে বিভিন্ন খেলাকে জনপ্রিয় করতে এবং প্রত্যন্ত গ্রামগুলি থেকে বেশি করে অ্যাথলেটিক তুলে আনতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসে ভারত মোটামুটি ভালোই সাফল্য পায়। আবার আগামী বছর রয়েছে অলিম্পিক, এমন সময় কেন্দ্রের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা।
কত টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার
এদিন সংসদে বাজেট পেশ (Union Budget) করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ক্রীড়াক্ষেত্রে ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যুব-ক্রীড়া ক্ষেত্রে ২,৬৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। গত বারের বাজেটের (Union Budget) তুলনায় ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে চলতি বছরের বাজেটে।
কোন বিভাগ কত টাকা পাবে
জানা গিয়েছে এই বরাদ্দের মধ্যে সব থেকে বেশি টাকা দেওয়া হবে খেলো ইন্ডিয়ার জন্য। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ১০৪৫ কোটি টাকা। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে দেশের উঠতি ক্রীড়াবিদরা বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় সুযোগ পেয়ে থাকেন।
৭৮৫ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-কে। এই সংস্থার কাজ হল দেশের বিভিন্ন খেলায় কোচ নিয়োগ, ক্রীড়াবিদদের সরঞ্জাম কেনা ইত্যাদি।
৩২৫ কোটি টাকা দেওয়া হবে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে। জানা গিয়েছে সম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্যও। অন্যদিকে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ন্যাশনাল সেন্টার অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চের জন্য ১৩ কোটি, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির জন্য ২১ কোটি ৭৩ লক্ষ এবং ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির জন্য ১৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। প্যারিস অলিম্পিক সামনের বছরে হবে। খুব বেশি দেরি নেই। তাই আগে থেকেই ক্রীড়াক্ষেত্রে জোর দিতে চাইছে কেন্দ্র। সেই কারণে এখনও পর্যন্ত সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে খেলাধুলোর উপর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours