Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' শোয়েব আখতারের রেকর্ড ভাঙাই লক্ষ্য 'শ্রীনগর এক্সপ্রেস'-এর
umran
umran

মাধ্যম নিউজ ডেস্ক: গতির জন্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম টি২০ ম্যাচে উমরান মালিকের (Umran Malik) হাত থেকে ধেয়ে এল আগুনের গোলা। এক্সপ্রেস গতির বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি আর গতি সমার্থক। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিলেন জম্মুর তেইশ বছরের পেসার। এর আগে দেশের জার্সিতে, টি-২০ ফরম্যাটে কোনও ভারতীয় বোলার এত জোরে বল করেননি।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগে

এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।

লক্ষ্য শোয়েব আখতারের রেকর্ড

উমরান শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই শোয়েব আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। 'শ্রীনগর এক্সপ্রেস' দাবি করেছিলেন যে, তিনি ঠিক মতো সুযোগ পেলে আখতারের রেকর্ড ভেঙে দেবেন! ২০০৩ সালের বিশ্বকাপে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' সর্বাধিক ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন। উমরান বলেন, ‘‘যদি ভাল বল করতে পারি, যদি ভাগ্যের সহায়তা পাই, তা হলে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেব। তবে এই রেকর্ড নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমার লক্ষ্য একটাই। শুধু দেশের হয়ে ভাল খেলতে চাই।’’ গতির থেকেও এখন সঠিক জায়গায় বল রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উমরান বলেছেন, ‘‘ম্যাচের সময় কত জোরে বল করছি সেটা বোঝা যায় না। খেলার পর সাজঘরে ফিরে আসার পর জানতে পারি কত জোরে বল করেছি। মাঠে আমার লক্ষ্য থাকে সঠিক জায়গায় বল ফেলে উইকেট তুলে নেওয়া।’’

আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

মঙ্গলবার, ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা হাল ধরেন। দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। ২৭ বলে ৪৫ রানে ব্যাট করছিলেন শনাকা। উমরানের গতিতে হতচকিত হয়ে গিয়ে তিনি মিসটাইমিং করে ফেলেন। বল সোজা উড়ে যায় এক্সট্রা কভারে। যুজেবেন্দ্র চাহাল লোপ্পা ক্যাচ পেয়ে যান। উমরান এদিন নির্ধারিত কোটার বল করে ২৭ রান দেন। তুলে নেন দুই উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র নয় ম্যাচের অভিজ্ঞতা উমরানের। এরমধ্যে পাঁচটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই এই রেকর্ড। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles