মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার হাবড়ায় ১০ সেকেন্ডের টর্নেডোতে (Tornado in West Bengal) তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড়ের দাপটে লন্ডভন্ড গোটা এলাকা। আচমকা এই ঝড়ের দাপটে বহু বাড়ি, গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া দফতর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপকে ঘিরে রাজ্যে জারি করা হয়েছে একাধিক সতর্কতা। জেলায় জারি কমলা সতর্কতা। এই জেলার সাধারণ মানুষের মধ্যে তাই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।
কেমন ছিল ঝড়ের তাণ্ডব (Tornado in West Bengal)?
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ১০ সেকেন্ডের জন্য হয়েছে এই ঝড় (Tornado in West Bengal)। অল্প সময়ের মধ্যে ঝড় এলাকার চালচিত্র বদলে দেয়। তবে এই ঝড়কে টর্নেডো বলবেন কিনা, এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কিন্তু ঝড়ের গতি এবং ব্যাপকতার নিরিখে এই ঝড়, সাইক্লোন বা টর্নেডোর থেকে কম কিছু বলতে নারাজ এলাকার অধিকাংশ মানুষ।
তীব্রতা কেমন ছিল?
স্থানীয় সূত্রের জানা গেছে, কাশীপুর পঞ্চায়েত এলাকায় প্রথমে এই ঝড় (Tornado in West Bengal) আছড়ে পড়ে। এরপর ভেঙে পড়ে এলাকার একটি বড় আমগাছ। তবে এলাকার মানুষের বক্তব্য, এই ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ১০ সেকেন্ড। এর মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করে, এলাকা থেকে অন্য দিকে সরে যায়। এলাকার মানুষ ঘটনার জেরে তীব্র আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় মানুষের বক্তব্য
স্থানীয় মানুষ জানান, সাময়িক সময়ের জন্য কিছু ভেবেই উঠতে পারছিলেন না তাঁরা। আগে এমন ঝড়ের (Tornado in West Bengal) সম্মুখীন কখনও হননি তাঁরা। সকলে দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। আচমকা এই ঝড়ের গতি এলাকাকে তোলপাড় করে দেয়। সকলে নিজের নিজের পরিবার এবং নিজেদের বাঁচাতে তৎপর হয়ে ওঠেন। নিরপাদ আশ্রয়ে যেতে শুরু হয় হুড়োহুড়ি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আহত বা নিহত হওয়ার খবর মেলেনি।
আবহাওয়া দফতরের বক্তব্য
আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উৎপন্ন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ঝড় (Tornado in West Bengal) বৃষ্টির কমলা সতর্কতা জারিও হয়েছে। এই নিন্মচাপ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকুল থেকে ক্রমশ পশ্চিম-উত্তর দিকে সরে যাচ্ছে বলে জানা গেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours