Cheap 5G Phones: ২০,০০০ টাকার মধ্যে ৫ জি ফোন, সাধ্যের মধ্যে সাধ পূরণ

এখন অনেকেই চাইছেন সাধ্যের মধ্যে ৫ জি ফোন।
iphone-12-5g
iphone-12-5g

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশে মতোই ভারতেও ইতিমধ্যেই ৫জি (5G Phone) ফোন ব্যবহার করা শুরু হয়েছে। এ দেশেও চালু হয়ে গিয়েছে ৫জি নেটওয়ার্ক (5G Network)। এখন অনেকেই চাইছেন সাধ্যের মধ্যে ৫ জি ফোন। রইল কম দামে কিছু ৫ জি ফোনের তালিকা। 

আরও পড়ুন: শ্রদ্ধা খুনের তদন্তে সিবিআই? আফতাবের নার্কো পরীক্ষায় 'হ্যাঁ' আদালতের

রেডমি নোট ১১টি ৫জি

রেডমির এই স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা। একাধিক র‍্যামের অপশনে এই ফোন পাওয়া যাবে। ফোনের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও যথেষ্ট আকর্ষণীয়। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম ১৩ ৫ জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।

আইকিউওও জেড ৫ ৫জি

২০,০০০ টাকার মধ্যে একটি ভাল ৫জি ফোনের কথা বলতে গেলে, আইকিউওও জেড ৫ ৫জি- এর কথা বলতেই হয়। এই ফোনটিতে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম মেমরি এবং ১২৮ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ৬৪ এমপি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। একই সঙ্গে সামনে একটি ১৬ এমপি সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে ৬.৬৭ -ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন সহ ১২০ হার্টজ এর স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে। এর সঙ্গে রয়েছে ৫০০০ এম‌এএইচের ব্যাটারি।          

জাওমি রেডমি নোট ১১ প্রো প্লাস ৫ জি  

২০,০০০ টাকার নিচে ৫ জি ফোনের কথা বললে, জাওমি রেডমি নোট ১১ প্রো প্লাস ৫ জি- র কথা বলতেই হয়। এই ফোনটি কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরে কাজ করে এবং এতে ৬ জিবি র‍্যাম রয়েছে। ৬.৬৭ এর আমোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ৮ এমপি+ ২ এমপি+ ১০৮ এমপি ক্যামেরা রয়েছে এই ফোনে। এছাড়াও সামনে, একটি ১৬ এমপি ক্যামেরা রয়েছে। এই ফোনে ৫,০০০ এম‌এএইচের ব্যাটারি রয়েছে।     

আইকিউওও জেড ৬ ৫জি 

আইকিউওও জেড ৬ ৫জি ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৬৯৫ চিপসেট সাপোর্ট করে এবং এই ফোনটিকে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি    স্টোরেজের সাথে ১৩,৯৯৯ টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে ৬.৫৮ ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটির ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ এমপি + ২ এমপি + ২ এমপি -এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং ১৬ এমপি -এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোন‌টি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৫,০০০ এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। 

স্যামসাং এম ৩৩ ৫জি

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৪৯৯ টাকা। স্যামসাংয়ের এই ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টের ইন্ট্রোডাক্টরি দাম যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।

রেডমি ১১ প্রাইম ৫জি 

রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১১,৭৪৯ টাকায়। আর ৪ জিবি র‍্যাম চাইলে দাম পড়বে ১৩,৯৯৯ টাকা। ভাল কথা, গ্রাহক যদি সিটি ব্যাঙ্ক থেকে কেনাকাটা করেন তাহলে ১২৫০ টাকার তাৎক্ষণিক ছাড়ও পাবেন। এই ফোনে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ উপলব্ধ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles