মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক দিবস উপলক্ষে বেশ কিছু গবেষণা স্কিমের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grant Commission)। এর ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন দিশা খুলে যাবে। এমনটাই জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার (M Jagadesh Kumar)।
নতুন পাঁচটি স্কিম লঞ্চ করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে। সেগুলি হল,
আরও পড়ুন: ইউজিসির ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতার দুই শিক্ষা প্রতিষ্ঠান
- সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড
- ডঃ রাধাকৃষ্ণন ইউজিসি পোস্ট ডক্টরল স্কলারশিপ
- ফেলোশিপ ফর সুপার অ্যানুয়েটেড ফ্যাকাল্টি মেম্বার
- রিসার্স গ্র্যান্ট ফর ইনসার্ভিস ফ্যাকাল্টি মেম্বার
- ডঃ ডিএস কোঠারি গ্র্যান্ট ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার
অবসরপ্রাপ্ত শিক্ষকদের গবেষণার সুযোগ দিতে 'ফেলোশিপ ফর সুপার অ্যানুয়েটেড ফ্যাকাল্টি মেম্বার' এই স্কিমটি আনা হয়েছে। এই ফেলোশিপে ১০০টি স্লট রয়েছে। প্রতি মাসে ৫০,০০০ টাকা ফেলোশিপ এবং বছরে ৫০,০০০ টাকা কন্টিঞ্জেন্সি দেওয়া হবে।
আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত
'রিসার্স গ্র্যান্ট ফর ইনসার্ভিস ফ্যাকাল্টি মেম্বার' এই স্কিমে স্কলারশিপ পাবেন চাকুরিরত শিক্ষকরা। এই স্কিমে ২০০টি স্লট রয়েছে। মোট ১০ লক্ষ টাকা অবধি ফেলোশিপ পাওয়া যাবে, দু বছরের জন্যে।
নিয়োমিত নিয়োগ হচ্ছে যেই শিক্ষকদের তারাই 'ডঃ ডিএস কোঠারি গ্র্যান্ট ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার' - এই স্কিমের আওতায় গবেষণার সুযোগ পাবেন। স্লট ১৩২টি এবং মোট ফেলোশিপ ১০ লক্ষ এবং সময়সীমা ২ বছর।
মূলত যারা বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে গবেষণা করতে চান তাদের জন্যে 'ডঃ রাধাকৃষ্ণন ইউজিসি পোস্ট ডক্টরল স্কলারশিপ'। এই স্কিমে ৯০০টি স্লট রয়েছে। এর মধ্যে মেয়েদের ৩০% আসন সংরক্ষিত রয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ৫০,০০০ টাকা করে ফেলোশিপ এবং বছরে ৫০,০০০ টাকা কন্টিঞ্জেন্সি পাবেন।
'সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড'- এই স্কলারশিপটি মূলত একা কন্যা সন্তানদের জন্যে আনা হয়েছে। তাদের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ। এই স্কিমে কোনও নির্দিষ্ট স্লট নেই। সময়সীমা পাঁচ বছর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours