Tomato Flu: কোভিড এবং টোম্যাটো জ্বরের উপসর্গে অনেকটাই মিল, পার্থক্য বুঝবেন কীভাবে?
এখনও পর্যন্ত ৮২ জন শিশু টোম্যাটো জ্বরে আক্রান্ত বলে জানা গিয়েছে।
Tomato Flu
এখনও পর্যন্ত ৮২ জন শিশু টোম্যাটো জ্বরে আক্রান্ত বলে জানা গিয়েছে।
টোম্যাটো ফ্লু নিয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এর কোনও ওষুধ নেই।
কেরলে এখনও পর্যন্ত ৮০ জন শিশু এই জ্বরে আক্রান্ত বলে জানা গিয়েছে।
তীব্র জ্বর এবং সারা গায়ে ছোট ছোট লাল ফোস্কার মতো ক্ষত এই রোগের প্রধান বৈশিষ্ট্য। ক্ষুদ্রাকৃতি টমেটোর মতো এই ফোস্কার কারণেই রোগটির নাম ‘টমেটো ফ্লু’ (Tomato Flu)।