Recruitment Scam: ১৭টি জেলায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল! চার্জশিটে আর কী কী জানাল ইডি?
চার্জশিটে শান্তনু ও অয়নের স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি কী ভাবে চাকরি বিক্রি হয়েছে কী ভাবে নগদ টাকার হাত বদল হয়েছে, সমস্তটাই উল্লেখ করা হয়েছে
Shantanu Banerjee
চার্জশিটে শান্তনু ও অয়নের স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি কী ভাবে চাকরি বিক্রি হয়েছে কী ভাবে নগদ টাকার হাত বদল হয়েছে, সমস্তটাই উল্লেখ করা হয়েছে
ইডির দাবি, হুগলির আরামবাগ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গুণধর খাঁড়ার কাছ থেকেই চাকরি বিক্রি করতে ১ কোটি ৪০ লক্ষ টাকা নেন শান্তনু।
নিয়োগ দুর্নীতির টাকাতেই সপরিবারে বিশ্ব ভ্রমণ মানিকের, অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের
সোমবার আদালতে তোলা হবে অয়ন শীলকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে ইডি।
বন্দুক ঠেকিয়ে জোর করে জমি কব্জা, ১০০ দিনের কাজের আওতায় নিজের বাড়ির পাঁচিল তৈরি , আর কী কী অভিযোগ শান্তনুর বিপক্ষে?
প্রিয়ঙ্কাদের ওই সংস্থার মাধ্যমে কী ধরনের লেনদেন হয়েছে, নিয়োগ কেলেঙ্কারির টাকা এই সংস্থায় বিনিয়োগ করা হয়েছে…
Shantanu Banerjee: এই অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা রয়েছে।
Recruitment scam: শান্তনুর বয়ানের উপর ভিত্তি করে এই তিনটি হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে।
গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও বহাল তবিয়তে…
শান্তনুকে ২৪ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত