Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠ প্রমোটার রানা সরকারকে সিবিআইয়ের জেরা! কী জানতে চাইলেন অফিসারেরা
অনুব্রত কন্যা সুকন্যাকেও সোমবার সমস্ত নথি নিয়ে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়।
Cattle smuggling case
অনুব্রত কন্যা সুকন্যাকেও সোমবার সমস্ত নথি নিয়ে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়।
অনুব্রতর পরিচারক মুনের ব্যাংক অ্যাকাউন্ট সামলাত সায়গল, দাবি সিবিআইয়ের।
দুর্নীতি দমন আইনে পেশ করা এই চার্জশিটে অনুব্রতর ৫৩টি সম্পত্তির দলিল, ১৮ কোটির ফিক্সড ডিপোজিট-সহ একাধিক তথ্য উল্লেখ করা হয়েছে।
অনুব্রত-সুকন্যার ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটই প্রায় ১০ কোটি টাকা!
এবার প্রশ্ন সুকন্যা কি আদেও ইডির ডাকে সারা দিয়ে দিল্লি যাবেন?
গত শুক্রবার ইডির অফিসাররা আসানসোল সংশোধনাগারে গিয়ে সায়গলের সঙ্গে দেখা করেন।
আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরা করার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় ইডি। সেই আবেদনে সাড়া দিল আদালত।
এই আট আধিকারিকের কারও দু’বছর, কারও তিন বছর কার্যকালের মেয়াদ বাড়িয়েছে ইডি।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে তাদের বক্তব্য তিন সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে।
সেদিন অবশ্য ঢাকের বোলে বাজবে…