Chandrayaan 3: চাঁদে সফল অবতরণ ‘বিক্রম’-এর, শুভেচ্ছা বলিউড ও দক্ষিণী অভিনেতাদের

সফল অবতরণে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার থেকে জুনিয়র এনটিআর প্রত্যেকেই
Untitled_design(216)
Untitled_design(216)

মাধ্যম নিউজ ডেস্ক: সফলতার সঙ্গেই চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার বিক্রম। চতুর্থ দেশ হিসেবে চাঁদের (Chandrayaan 3) মাটিতে পা রেখেছে ভারত এবং দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু প্রত্যেকই অভিনন্দন জানিয়েছেন। বুধবার ঠিক ঘড়ির কাঁটায় ৬ বেজে ৪ মিনিটে অবতরণ করে চন্দ্রযান। বলিউড থেকে সাউথের তারকা প্রত্যেকেই অভিনন্দন জানালেন এদিন। অক্ষয় কুমার, শাহরুখ খান অভিষেক বচ্চন, পুষ্পা খ্যাত আল্লু অর্জুন প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে। বলিউডের তারকা অজয় দেবগন লেখেন, ‘‘গর্ব এবং উৎসবের মুহূর্ত। ভারত মাতা কি জয়।’’ এছাড়াও চন্দ্রযানের (Chandrayaan 3) এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন তিনি বলেন, ‘‘এটি ঐতিহাসিক মুহূর্ত। আমি গর্বিত বোধ করছি।’’

ট্যুইট অক্ষয় কুমারের 

অক্ষয় কুমার এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘‘ভারত চাঁদে (Chandrayaan 3) পৌঁছে গেছে। নতুন ইতিহাস তৈরি হয়েছে। ইসরো আমাদের গর্বিত করেছে। ১০০ কোটির উপর মানুষ ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে।’’

ট্যুইট সানি দেওলের

সদ্য মুক্তি পেয়েছে সানি দেওলের সিনেমা গদর-২, বিজেপির সাংসদও বটেন তিনি। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি একটি গর্বের মুহূর্ত। হিন্দুস্তান জিন্দাবাদ থা হ্যায় অউর রেহেগা।’’

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীও এদিন ট্যুইট করেন 

চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণে ট্যুইট করেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘‘গর্বের এই মুহূর্তে সারাদেশ আনন্দে মেতে উঠেছে। আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন।’’

ট্যুইট করেছেন ‘ট্রিপল আর’ খ্যাত জুনিয়র এনটিআর 

ইসরোর এই সাফল্যে ট্যুইট করেছেন ‘ট্রিপল আর’ খ্যাত জুনিয়র এনটিআর। তিনি লেখেন, ‘‘সফলতার সঙ্গে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মিশন সম্পন্ন হল। আজকে আমাদের গর্বের মুহূর্ত।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles