মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট থেকে অবসর নেওয়ার দশ বছর হয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। এবার তাঁকে সম্মান জানানোর অভিনব উদ্যোগ নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে তাঁর লাইফ সাইজের মূর্তি স্থাপন করা হতে চলেছে। সচিন তেন্ডুলকর তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠেই খেলেছিলেন। আর তার দশ বছর পরে এই মাঠেই বসতে চলেছে সচিনের মূর্তি। ২৪ এপ্রিল, সচিনের ৫০তম জন্মদিনে সেই মূর্তির উন্মোচন হতে পারে বলে জানা গিয়েছে।
কবে সচিনের মূর্তি স্থাপন?
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Sachin Tendulkar) প্রেসিডেন্ট অমোল কালে বলেন, “ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটা প্রথম মূর্তি হতে চলেছে। এটা কোথায় বসানো হবে আমরা তা সিদ্ধান্ত নেব। উনি ভারতরত্ন পেয়েছেন এবং ক্রিকেটের জন্য তাঁর অবদান কী সেটা সবাই জানেন। ওনার ৫০ বছর বয়সে এমসিএ-র পক্ষ থেকে তাঁর প্রতি এটা একটা ছোট্ট সম্মান। আমি তিন সপ্তাহ আগে ওনার সঙ্গে কথা বলেছি এবং অনুমতি নিয়েছি।”
আরও পড়ুন: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি
সূত্রের খবর, সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মূর্তিটি এই বছরের এপ্রিল মাসে তাঁর ৫০ তম জন্মদিনে বা এই বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় উন্মোচন করা হতে পারে। যদি এপ্রিল মাসে সচিনের মূর্তি স্থাপন করা হয়, তাহলে আইপিএল ২০২৩-এর সময়, মুম্বই ইন্ডিয়ান্স এবং অন্যান্য ভক্তরা মাস্টার ব্লাস্টারের এই মূর্তিটি দেখার সুযোগ পাবেন।
কী বললেন ‘মাস্টার ব্লাস্টার’?
মঙ্গলবার সংবাদমাধ্যমে কথা বলার সময় প্রাক্তন ভারতীয় অধিনায়ক (Sachin Tendulkar) মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ উদ্যোগ সম্পর্কে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এটা একটা আনন্দদায়ক বিস্ময়। এখান থেকেই আমি একজন ক্রিকেটার হয়েছি। আইডিয়াটি আমার সঙ্গে ভাগ করা হয়েছিল এবং আমি যেমন বলেছিলাম যে এটি একটি আনন্দদায়ক বিস্ময় ছিল। আমার ক্যারিয়ার এখান থেকে শুরু হয়েছিল এবং এটি একটি বড় বৃত্তের সমাপ্তির মত। স্মরণীয় ভেন্যুতে ক্যারিয়ারের সেরা মুহূর্ত। এটি অবিশ্বাস্য স্মৃতির সঙ্গে একটি যাত্রা ছিল এবং আমার ক্রিকেট ক্যারিয়ারের সেরা মুহূর্তটি এখানে এসেছিল যখন আমরা ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলাম।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours