SpiceJet emergency landing: করাচিতে জরুরি অবতরণ, কী হল দুবাইগামী স্পাইসজেটের বিমানে?

দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বি৭৩৭ বিমানটিকে ইন্ডিকেটরের আলোর যান্ত্রিক ত্রুটির জন্য করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়।
966ef210-6be4-11ec-91d4-61482b9ab8f1_1641148223675_1653453929620
966ef210-6be4-11ec-91d4-61482b9ab8f1_1641148223675_1653453929620

মাধ্যম নিউজ ডেস্ক: বার বার সমস্যায় স্পাইসজেট (SpiceJet)। এবার ভারতের স্পাইসজেটের একটি বিমানকে যান্ত্রিক গোলযোগের কারণে আচমকাই জরুরি অবতরণ করাতে হল পাকিস্তানের  বন্দরনগরী করাচি বিমানবন্দরে (Karachi airport)। বিমানটি দিল্লি (Delhi) থেকে দুবাইয়ে (Dubai) যাচ্ছিল। এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (DGCA)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে, প্রযুক্তিগত ত্রুটির কারণে স্পাইসজেট SG-11 বিমানটিকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। বিমানটি সঠিক সময়েই দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। দিল্লি থেকে ওড়ার কিছুক্ষন পরেই মাঝ আকাশে  বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই জরুরি কালীন ভিত্তিতে  পাকিস্তানের করাচি বিমানবন্দরে বিমানটিকে নামানো হয়। 

[tw]

[/tw]

বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, “বিমানটি করাচিতে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, “কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। বিমানটি স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। এর আগে বিমানের কোনও ত্রুটির খবর পাওয়া যায়নি। যাত্রীদের জলখাবার দেওয়া হয়েছে। স্পাইসজেটের অন্য একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে যা যাত্রীদের দুবাই নিয়ে যাবে।” এই ঘটনার  পর স্পাইসজেটের বিমান নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে গত তিন মাসে স্পাইসজেটের বিমানে  আটবার যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে এল। সম্প্রতি দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেটের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। তার আগে জুন মাসে মাঝ আকাশে বিমানে আগুন লাগার ঘটনা ঘটে স্পাইসজেটের এক বিমানে। চালকের তৎপরতায় পাটনায় জরুরি অবতরন করে বিমানটি।

আরও পড়ুন: করোনা সংক্রমণ কমলেও জারি সতর্কতা, কতটা মারাত্মক নয়া ভ্যারিয়েন্ট?

এদিনের ঘটনা প্রসঙ্গে স্পাইসজেটের তরফে জানানো হয়, বিমানটিতে আলোর সমস্যা হচ্ছিল বলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের বাঁ দিকের ট্যাঙ্কে তেলের পরিমাণেও অসামঞ্জস্য দেখা দিয়েছিল। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। বিমানের জরুরি অবতরণের খবর প্রকাশ্যে আসার কিছু ক্ষণের মধ্যেই ওই বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র বিমান বিভ্রাট নিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ‘‘দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বি ৭৩৭ বিমানটিকে ইন্ডিকেটরের আলোর যান্ত্রিক ত্রুটির জন্য করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়। করাচিতে বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীরাও নিরাপদে রয়েছেন। তাঁদের আলাদা বিমানে গন্ত্যব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। তার আগে পর্যন্ত যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।’’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles