Birbhum: মুরারই স্টেশনে রেল অবরোধের জেরে চরম ভোগান্তি, আটকে বন্দে ভারত সহ একাধিক ট্রেন

Birbhum: রেল অবরোধে চরম নাকাল, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা
Birbhum_(2)
Birbhum_(2)

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ছুটির দিন সকাল থেকে বীরভূমের (Birbhum) মুরারই স্টেশনে রেল অবরোধের জেরে চরম ভোগান্তি হয়। রামপুরহাট লাইনের একাধিক স্টেশনে আপ-ডাউন লাইনে একাধিক ট্রেন আটকে পড়ে। নলহাটি জংশনে হাও়ড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে। সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন মুরারই স্টেশনে আটকে পড়ে। অবরোধের জেরে ট্রেনে থাকা যাত্রীদের চরম ভোগান্তি হয়।

ঠিক কী নিয়ে অবরোধ?

বীরভূমের (Birbhum) মুরারই স্টেশনে করোনার আগে বেশিরভাগ ট্রেন দাঁড়াত। কিন্তু, করোনার পর থেকে বহু ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। করোনা দাপট এখন কমে গিয়েছে। কিন্তু, এই স্টেশনে এতদিন যে সব ট্রেন দাঁড়ানোর কথা ছিল। কোনও ট্রেনের স্টপেজ আর নেই। এরফলেই এলাকার মানুষের তরম ভোগান্তি শুরু হয়। এর আগে এলাকার বাসিন্দারা বহু জায়গায় দরবার করেছে তাতে কাজের কাজ কিছুই হয়নি। মুরারই নাগরিক কমিটির ব্যানারে সাধারণ মানুষ রেল অবরোধ শুরু করেন। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ রেল অবরোধ শুরু হয়। প্রথমে কিছুক্ষণ অবরোধ হয়ে উঠে যাবে ধরে নিয়ে রেল কর্তৃপক্ষ ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু, বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন আটকে প়়ড়ায় রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। অবরোধ তোলার জন্য বহুবার দরবার করে। কিন্তু, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। অবরোধকারীদের বক্তব্য, এর আগে স্টেশন মাস্টারের কাছে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু,তাতে কাজ হয়নি। তাই, আমরা লিখিত প্রতিশ্রুতি পর্যন্ত অবরোধ চালিয়ে যাব।

কী বললেন ট্রেনের যাত্রীরা?

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আটকে পড়া এক যাত্রী বলেন , কম সময়ে গন্তব্যে পৌঁছাব বলে বন্দে এক্সপ্রেসে মোটা টাকা খরচ করে টিকিট কেটেছিলাম। কিন্তু, তাতে লাভ কী হল? বীরভূমে (Birbhum) সকাল থেকে আটকে রয়েছি। অবরোধ ওঠার পর হাওড়া পৌঁছাব কবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles