Rajya sabha elections: রাজ্যসভা নির্বাচনে ২২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, দেখুন তালিকা

ক্রমেই শক্তিহীন হচ্ছে কংগ্রেস...
bjp_flag
bjp_flag

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভা নির্বাচনের (Rajya sabha elections 2022) জন্য মোট ২২ জন প্রার্থীর (candidate) নাম ঘোষণা করেছে বিজেপি (bjp)। প্রার্থীদের অর্ধেকেরও বেশি ওবিসি (OBC) এবং এসসি (SC)। চলতি মাসের ১০ তারিখে হবে রাজ্যসভার ভোট। দেশের ১৫টি রাজ্যের ৫৭টি আসনে হবে ওই নির্বাচন।

আরও পড়ুন : আসন্ন রাজ্যসভা নির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি, শক্তি খোয়াবে কংগ্রেস?

কেন্দ্রের শাসক দল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে আটজন, মহারাষ্ট্র (Maharashtra) ও কর্নাটক (Karnataka) থেকে তিনজন, বিহার ও মধ্যপ্রদেশ থেকে দু’জন করে এবং রাজস্থান,  উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও হরিয়ানা থেকে একজন করে প্রার্থী দিয়েছে। এর পাশাপাশি বিজেপি দুই নির্দল প্রার্থীকেও সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এঁরা হলেন, রাজস্থান থেকে সুভাষ চন্দ্র এবং হরিয়ানার কার্তিকেয় শর্মা। উভয় রাজ্যেই বিজেপির অতিরিক্ত ভোট রয়েছে।

বিজেপির সহযোগী দল হরিয়ানার জননায়ক জনতা পার্টি কার্তিকেয় শর্মাকে সমর্থন করবে বলে ঘোষণা করেছে। রাজস্থানেও বিজেপির ৩০টি অতিরিক্ত ভোট রয়েছে। রাজ্যসভায় মনোনীত হতে গেলে কোনও ব্যক্তির ৪১টি ভোটের প্রয়োজন। সোমবার সুভাষ চন্দ্র রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের (Basundhara Raje) সঙ্গে অ্যাসেম্বলির লবিতে দেখা করেন। ১ অগাস্ট হরিয়ানা থেকে তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাবে।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে ভোট নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত নাড্ডার

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্য থেকে পদ্ম শিবিরের কারা প্রার্থী হচ্ছেন। উত্তরপ্রদেশে প্রার্থী হচ্ছেন লক্ষ্মীকান্ত বাজপেয়ী, রাধামোহন আগরওয়াল, সুরেন্দ্র সিং নগর, বাবুরাম নিষাদ, দর্শনা সিং, সঙ্গীতা যাদব, মিথিলেশ কুমার এবং কে লক্ষ্মণ। কর্নাটকে গেরুয়া শিবিরের প্রার্থীরা হলেন, নির্মলা সীতারমণ, জগেশ এবং লাহার সিং সিরোয়া।

মহারাষ্ট্রে বিজেপির বাজি পীযূষ গোয়েল, অনিল সুখদেবরাও বোন্দে, মহারাষ্ট্র থেকে তৃতীয় প্রার্থী হিসেবে থাকছেন ধনঞ্জয় মহাদিক। বিহার থেকে প্রার্থী হচ্ছেন সতীশ চন্দ্র দুবে এবং শম্ভু শরণ প্যাটেল। রাজস্থানে পদ্ম প্রার্থী ঘনশ্যাম তিওয়ারি, উত্তরাখণ্ডে ডাঃ কল্পনা সাইনি, হরিয়ানায় কৃষাণ লাল পানওয়ার।

মধ্যপ্রদেশে সুমিত্রা বাল্মীকি এবং ঝাড়খণ্ডে আদিত্য সাহু। এদিকে, কেন্দ্রের শাসক দল ২২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও, কংগ্রেস ঘোষণা করেছে মাত্র ১০টি আসনে। যার জেরে রাজ্যসভায় বিজেপির শক্তিবৃদ্ধি একপ্রকার নিশ্চিত। ক্রমেই শক্তিহীন হয়ে পড়বে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) দল।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles