PT Usha: নজির গড়লেন পিটি ঊষা! রাজ্যসভায় সভাপতিত্ব করলেন ‘সোনার রানি’

PT Usha: বৃহস্পতিবার রাজ্যসভায় উপস্থিত ছিলেন না উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।
PT_Usha
PT_Usha

মাধ্যম নিউজ ডেস্ক: কিংবদন্তি ভারতীয় ক্রীড়াবিদ পিটি ঊষার মুকুটে জুড়ল আরও এক পালক। বৃহস্পতিবার সংসদে তাঁকে দেখা গেল এক অন্য ভূমিকায়। রাজ্যসভায় সভাপতিত্ব করলেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভায় উপস্থিত ছিলেন না উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তাঁর জায়গায় সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল পিটি ঊষাকে। তাই তিনি আজ রাজ্যসভার শীতকালীন অধিবেশনে অস্থায়ী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন। ফলে ঊষা আজ এক ইতিহাস গড়লেন।

পিটি ঊষা কী বললেন?

রাজ্যসভা পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি ট্যুইট করেছেন, “ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বলেছিলেন, ক্ষমতালাভের সঙ্গে দায়িত্ববোধ জড়িয়ে থাকে। রাজ্যসভার সভাপতির চেয়ারে বসে সেই কথা খুব ভালোভাবে বুঝতে পারলাম। আশা করি আগামী দিনে আরও অনেক মাইলস্টোন গড়তে পারব। জনতার উপর আস্থা রেখে এই পথে এগিয়ে যেতে চাই।” আজ রাজ্যসভায় ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভার কাজ পরিচালনার প্রাক্তন অ্যাথলিটের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবে পাশও হয়ে যায়। এরপরেই  রাজ্যসভার পরিচালনার দায়িত্বে দেখা যায় তাঁকে।

ঊষা হলেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট। তিনি দেশকে বহুবার আন্তর্জাতিক পদক এনে দিয়েছেন। আবার তিনি ২০২২ সালের জুলাই মাসে ঊষা বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন। তিনি নিয়মিতভাবে সংসদে হাজিরও থাকেন। এরপর নভেম্বর মাসে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডিসেম্বর মাসেই রাজ্যসভার ভাইস চেয়ারপার্সনের প্যানেলে জায়গা করে নেন তিনি। আর আজ এই প্রথমবার রাজ্যসভার কার্যাবলি পরিচালনা করলেন তিনি।

আজকের এই নজির গড়ার একটি ভিডিও প্রকাশের পরেই ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তাঁর ভক্তরা। এক ভক্ত লিখেছেন, আপনি আমাদের সকলের গর্বের। আজ এক নতুন ইতিহাস তৈরি করলেন। আশা, আগামী দিনেও আপনার হাত দিয়ে তৈরি হবে ইতিহাস। আরও এক ভক্ত লিখেছেন, ঊষা ভারতের সব মহিলাদের গর্ব।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles