Panchayat Election 2023: বনগাঁয় ছিনিয়ে নেওয়া হল ব্যালট পেপার, সুতিতে ব্যালট চুরি

প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পুকুরের জলে
Panchayat_Election_2023_(3)
Panchayat_Election_2023_(3)

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে বনগাঁ ব্লকের ভাটবাওর গ্রামে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তা পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বিক্ষুব্ধ গ্রামবাসীরা এই কাজ করেন বলে অভিযোগ। স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ব্যালট পেপারের (Panchayat Election 2023) হিসাব দিতে পারেননি প্রিসাইডিং অফিসার। ৮৩ নম্বর ও ৮৪ নম্বর বুথের একটিতে ৮৪৪টি ভোট রয়েছে, অন্যটিতে রয়েছে প্রায় সাড়ে নয়’শ ভোটার। বিজেপি প্রার্থীর অভিযোগ, বিকেলে ভোট কর্মীরা অটোতে চেপে আসেন। তার পর ভোট কেন্দ্রে চারটি স্করপিও গাড়ি ঢুকতে দেখা যায়। গ্রামবাসীরা নাকি এর পর দেখতে পান, পেপারে সই করছে। এরপর ব্যালট পেপারের হিসাব চাইলে তা দিতে অস্বীকার করা হয়। তাই বাকি ব্যালট ছিনিয়ে গ্রামবাসীরা পুকুরে ফেলে দিয়েছে। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করছেন, গত পঞ্চায়েত ভোটে এই দুই বুথে ব্যাপক ছাপ্পা হয়েছিল। এবার তাঁরা নিজেদের ভোট (Panchayat Election 2023) নিজেরা দিতে চাইছেন। পুলিশ সূত্রে বলা হচ্ছে, কে বা কারা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বুথে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তা চালু ছিল কিনা বা তার থেকে কোনও ফুটেজ পাওয়া যায় কিনা তা তদন্ত করে দেখা হবে। বনগাঁর এই বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারেও রিপোর্ট পাঠানো হয়েছে।

মুর্শিদাবাদেও ব্যালট পেপার চুরি (Panchayat Election 2023) 

সুতির অরঙ্গাবাদ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪০ নম্বর বুথে ব্যালট পেপার চুরি। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা পৌঁছায় ঘটনার খবর পেয়ে। ওই বুথের প্রিসাইডিং অফিসার জানান, মাঝরাতে লোডশেডিং-এর পর কিছু লোক এসে গ্রাম সংসদ ও পঞ্চায়েত সমিতি দুই স্তরের ব্যালট পেপার (Panchayat Election 2023) চুরি করে নিয়ে যায়। সকাল থেকে ভোট বন্ধ হয়ে যায় বুথে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ভোট চালু হবে না জানিয়ে দিয়েছেন অফিসার। সামশেরগঞ্জের ২৩৪ নং বুথ থেকে ভোট চলাকালীন ১০০ টি ব্যালট পেপার চুরি। ব্যালট পেপার চুরি হতেই বিক্ষোভ বিরোধী প্রার্থীদের।  উত্তেজনা বুথের ভিতরে। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়াররা। তালা মেরে দেওয়া হয় মেন গেটে।  সব মিলিয়ে উত্তেজনা রয়েছে সামশেরগঞ্জের বিভিন্ন বুথে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles