মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) দাবি করলেন যে সে দেশের রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে অংশগ্রহণ করার অনুরোধ করবেন।
আরও পড়ুন: চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান, লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
কেন এমন কথা বললেন ইমরান খান (Imran Khan)
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এদিন আরও বলেন, "শাহবাজ শরীফ আমাদের পাঞ্জাবে আস্থা ভোটে অংশগ্রহণ করিয়েছেন। এখন তিনি নিজে পরীক্ষা দিন যে পার্লামেন্টে তাঁর সত্যিকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কী নেই!
লাহোরের একটি জাতীয় নিউজ চ্যানেলের দপ্তরে শনিবার সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan) এই মন্তব্য করেন।
এদিন সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan) বলেন প্রথমে শাহবাজকে আস্থা ভোটের জন্য আহ্বান জানানো হবে! তারপরে আমাদের আর কী কী পরিকল্পনা রয়েছে সেগুলি বলব আমরা।
বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি
প্রসঙ্গত উল্লেখ্য যে শাহবাজ সরকার দাঁড়িয়ে রয়েছে কোনওরকমে। ফেডারেল জোটে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় টিকে আছে এই সরকার। সংসদে সে দেশের পার্লামেন্টে MQM-P দলের যে সাতজন সদস্য আছে যদি তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে শাহবাগ সরকার আর কোনওভাবে টিকে থাকতে পারবে না বলেই বিভিন্ন মহল জানাচ্ছে। এটা খুব ভালোভাবেই জানেন ইমরান খান।
আরও পড়ুন: এবার প্রাণঘাতী হামলার শিকার ইমরান, অতীতেও হয়েছে এই পাক রাষ্ট্রনেতাদের ওপর
গত বছরে এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমেই ইমরান খানকে (Imran Khan) ক্ষমতা থেকে সরানো হয়েছিল। কয়েকদিন আগে পাঞ্জাবের গভর্নর বালিগুর রহমান সেখানকার মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীকে আস্থা ভোটে অংশগ্রহণ করান। এই আস্থা ভোটের পরেই শনিবার সন্ধ্যায় বিধানসভা ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুন: করোনায় মৃত্যু মিছিল! চিনে ৩৫ দিনে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours