মাধ্যম নিউজ ডেস্ক: শেষ রক্ষা আর হল না! এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে। জাকার্তায় শুরু হয়েছে এশিয়া কাপ হকি। পুল এ-র প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল ভারত।
প্রথম কোয়ার্টারের নয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি সেলভম। এরপর দুই দলই গোল করার একান্ত চেষ্টা করে গেলেও গোল হয়নি। ম্যাচের শেষমুহূর্তে পাকিস্তানের আব্দুল রাণা পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচ ড্র করে দেন এবং পাকিস্তানকে পরাজিত করার স্বপ্ন ভেঙ্গে দেন।
ম্যাচ শুরুর প্রথম তিন মিনিটে পাকিস্তানের স্কোর করার সুযোগ থাকলেও কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ভারতের সুযোগ আসে পেনাল্টি কর্নার থেকে গোল করার। কিন্তু পাকিস্তানি গোলরক্ষক আকমল হোসেন নীলম সঞ্জীবের চেষ্টা ব্যর্থ করে দেন। এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে দুটি আরও পেনাল্টি কর্নার আদায় করে ভারত। তার মধ্যে অষ্টম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি সেলভম।
দ্বিতীয় কোয়ার্টারের প্রথমের দিকে পাকিস্তানের গোলকিপার হুসেন দুরন্তভাবে পাওয়ান রাজভারকে আটকে নিশ্চিত গোল বাঁচান। ২১ মিনিটে ভারত পেনাল্টি কর্নার পেলেও, তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়।
দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ২ মিনিট আগে পাকিস্তানের কাছে পেনাল্টির সুযোগ এলেও তারা তা নষ্ট করায় ভারত প্রথমার্ধে লিড বজায় রাখে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত, পাকিস্তান কোনও দলই একে অপরকে ছেড়ে কথা বলেনি। দুই দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও, তা গোলে পরিবর্তিত হয়নি। হাফ টাইমে সেলভামের গোলেই এগিয়ে ছিল ভারত।
হাফ টাইমের পর তৃতীয় কোয়ার্টেরও গোলের দেখা পাওয়া যায়নি। এক সময় পাকিস্তানকেও বেশ আক্রমণাত্মক খেলতে দেখা যায়। পাকিস্তান তাদের তৃতীয় পেনাল্টি পেলেও রিজওয়ান আলির জন্য বিফলে যায়। ভারতীয় দলের রাজভার এবং উত্তম সিংয়ের কাছে সুযোগ আসলেও পাকিস্তানের গোলকিপার হুসেন রক্ষা করতে পেরেছিলেন। ম্যাচের মাত্র এক মিনিট বাকি থাকতে পাকিস্তান পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে আব্দুল রাণার গোল করে সমতায় আসে।
এদিন অন্যান্য ম্যাচের মধ্যে মালয়েশিয়া ওমানকে ৭-০ গোলে, কোরিয়া বাংলাদেশকে ৬-১ , জাপান ইন্দোনেশিয়াকে ৯-০ তে পরাজিত করে। মঙ্গলবার ভারতকে জাপানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।
+ There are no comments
Add yours