Pak Media: মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ পাক সংবাদমাধ্যম

শাহজাদ চৌধুরী নামে সেদেশের এক নামী রাজনৈতিক বিশেষজ্ঞ সেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রিয় গন্তব্য ভারত।
1671708480_modi
1671708480_modi

মাধ্যম নিউজ ডেস্ক: এর আগে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pak Media) প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তর প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এবার সবাইকে অবাক করে প্রধানমন্ত্রীর প্রশংসা করল পাক সংবাদমাধ্যম। যা কিছু দিন আগে অবধিও ভাবাই যেত না। কিন্তু অবশেষে এমনটাই ঘটল। 

মোদি সরকারের অগ্রগতিকে কুর্নিশ জানাল সেদেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম (Pak Media)। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ নামের এক নামী পাক দৈনিক ভূয়সী প্রশংসা করল ভারতের।   

কী বলেছে এই সংবাদমাধ্যম?  

শাহজাদ চৌধুরী নামে সেদেশের এক নামী রাজনৈতিক বিশেষজ্ঞ সেই সংবাদমাধ্যমকে (Pak Media) জানিয়েছেন, এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রিয় গন্তব্য ভারত। আর এর জন্যে নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তাঁর মতে, ভারতের বিদেশ নীতি অত্যন্ত দক্ষ হাতে সাজিয়ে তোলা হয়েছে। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপির দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে নয়াদিল্লি। আর এই সাফল্যের আসল কারিগর যে নরেন্দ্র মোদি, সেকথাও জানিয়েছেন শাহজাদ।     

প্রসঙ্গত, এর আগে বারবার মোদির প্রশংসা শোনা গিয়েছে ইমরানের মুখে। পাকিস্তানি মুদ্রায় (Pak Media) লিটার প্রতি পেট্রল ও ডিজেলের মূল্য ৩০ টাকা বাড়ায় ভারতের সুনাম করে শাহবাজ শরিফের সরকারকে ‘অসংবেদনশীল সরকার’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। এছাড়াও নানা সময় নানা প্রসঙ্গ তুলে ভারত সরকারের প্রশংসা করে শাহবাজ সরকারকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁকে এও বলতে দেখা গিয়েছে যে, পাকিস্তান মুসলিম লিগের নেতা শরিফ যেভাবে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, তেমনটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী করেননি। এবার মোদির জয়গান করল পাক মিডিয়াও।

আরও পড়ুন: বিক্ষোভের মুখে 'দিদির দূত', জনরোষের ভয়ে গাড়ি থেকে নামলেনই না বিধায়ক    

পাকিস্তানের (Pak Media) অর্থনীতি ভেঙে পড়ার মুখে। আর্থিক সংকটে জেরবার শাহবাজ সরকার। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের দুবেলার খাবার জোটানোই দায় হয়েছে। এই পরিস্থিতিতে তাদের সংবাদমাধ্যমে ভারতের অর্থনীতির জয়গান।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles