মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ সিরিজে হারের বদলা নিল নিউজিল্যান্ড। অকল্যান্ড পার্কে প্ৰথম ওয়ানডেতেই ভারতকে হারাল কিউইরা। ৩০০-এর উপরে রান তুলেও হতশ্রী বোলিংয়ের ফলে হারতে হল ভারতকে। ব্যাটে আগুন ঝড়ালেন টম ল্যাথাম ১০৪ বলে ১৪৫ করে ম্যাচের সেরা তিনি। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে ল্যাথামকে যোগ্য সহায়তা করেন কিউই নেতা কেন উইলিয়ামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন উইলিয়ামসন।
ভারতের ব্যাট
টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। যা ব্ল্যাক ক্যাপসদের বেগ দিতে পারত।
আরও পড়ুন: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা
নিউজিল্যান্ডের ইনিংস
ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার। উমরান ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
নিউজিল্যান্ড: ৩০৯/৩ (ল্যাথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
+ There are no comments
Add yours