মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। সোনা ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট নন নীরজ। জ্যাভলিনে (Javelin) ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর তারকার এমনই লক্ষ্য। নীরজই একমাত্র ভারতীয় যিনি জ্যাভলিনে শীর্ষস্থান দখল করলেন। এত দিন ১ নম্বরে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স। তাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন নীরজ।
প্রথম ভারতীয় হিসেবে নজির
প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে অলিম্পিকের আসর থেকে দেশকে সোনা এনে দেন নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে তিনি এই সোনা জিতে ইতিহাস গড়েন। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল ভারতের দ্বিতীয় সোনা জয়। এতেই থেমে থাকেননি নীরজ (Neeraj Chopra)।
Throwing session pic.twitter.com/uImMn5LPyz
— Neeraj Chopra (@Neeraj_chopra1) May 13, 2023
এরপর ডায়মন্ড লিগ খেতাব জেতেন। জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতেন নীরজ। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন তিনি। তবে নীরজের (Neeraj Chopra) লক্ষ্য ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন পাঠানো। আর সেটা করেই হয়তো বা প্যারিসেও সোনা চলে আসবে তাঁর ঝুলিতে।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন
নীরজকে ১ নম্বরে নিয়ে যেতে সাহায্য করেছে দোহা ডায়মন্ড লিগে সোনা জয়। সেখানে ৮৮.৬৭ মিটার ছোড়েন তিনি। গত বার দোহায় ৯৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন পিটার্স। এ বার ৮৫.৮৮ মিটার ছুড়ে তৃতীয় স্থানে তিনি। পিটার্সকে টপকে সোনা জেতায় ক্রমতালিকাতেও এক নম্বরে উঠলেন নীরজ।
Happy to begin my 2023 season with a throw of 88.67m at @dldoha. Thank you for your amazing support! 🇮🇳 pic.twitter.com/Sm9TSRILUR
— Neeraj Chopra (@Neeraj_chopra1) May 6, 2023
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours