Murshidabad: দৃষ্টিহীন হয়েও উচ্চ মাধ্যমিকে ৪১২ নম্বর পেয়ে সফল রিয়া রায়

লুই ব্রেইলের পদ্ধতি অনুসরণ করে দৃষ্টিহীন ছাত্রী উচ্চ মাধ্যমিকে সফল
Murshidabad
Murshidabad

মাধ্যম নিউজ ডেস্ক: দৃষ্টিহীনদের লেখাপড়ার স্বার্থে লুই ব্রেইল যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে সফল হলেন মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর কান্তনগরের এক কাপড় ব্যবসায়ীর জ্যেষ্ঠ কন্যা রিয়া রায়।

মুর্শিদাবাদে (Murshidabad) কীভাবে পড়াশুনা করত রিয়া

রিয়া প্রমাণ করলেন, মনের জোর থাকলে সমস্ত কিছুই সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা যে কোনও রূপ বাধা সৃষ্টি করতে পারে না, আবারও প্রমাণ করলেন লিপিকা গার্লস মেমোরিয়াল স্কুলের (Murshidabad) ছাত্রী রিয়া রায়। এবার তিনি উচ্চ মাধ্যমিকে ব্রেইল পদ্ধতিতে ৪১২ নম্বর পেয়েছেন। তাঁর গ্রেড এ প্লাস। বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হল ইংরেজিতে ৮৫, রাষ্ট্রবিজ্ঞানে ৮৫, ইতিহাসে ৮৬, সংস্কৃতে ৮০ এবং বাংলায় ৭৪। রিয়া আরও জানিয়েছেন, একজন ছাত্রীকে প্রচণ্ড অনুশীলন, কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্যকে সুস্থির রেখে পড়াশুনা করতে হয়। রিয়ার বাবা বিশ্বনাথ রায় একজন কাপড় ব্যবসায়ী এবং মা জবা রায় গৃহিণী। রিয়া এরকম রেজাল্ট করার জন্য তাঁর স্কুলের সমস্ত শিক্ষিকা এবং বাবা-মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। আরও বলেন,, আজ এই দিনে যদি লিপিকা গার্লস মেমোরিয়াল স্কুল এবং আমার বন্ধুবান্ধব না থাকত, তাহলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। বিশ্ব প্রতিবন্ধী দিবসে সপ্তাহ ব্যাপী উদযাপনের অনুষ্ঠানে রিয়া কন্যাশ্রী প্রকল্পের কন্যাশ্রী আবৃত্তি করে এলাকায় সুনাম অর্জন করেছিলেন। রিয়া রায় পড়াশুনোর পাশাপাশি কবিতা আবৃতি এবং গান করতে খুব ভালোবাসেন। আগামিদিনে পড়াশোনা করে অধ্যাপক হতে চান।

স্কুলের শিক্ষিকা এবং অভিভাবকের প্রতিক্রিয়া

রিয়া রায় সম্পর্কে লিপিকা গার্লস মেমোরিয়ালের প্রধান (Murshidabad) শিক্ষিকা শালিনী মুখোপাধ্যায় বলেন, মনের জোর থাকলে সবকিছু জয় করা যায়। আর তার চাক্ষুষ প্রমাণ আজকের রিয়া রায়। তিনি আরও বলেন, রিয়া আমাদের প্রজন্মের কাছে একটি বার্তা, কোনও কিছুতেই সে হার মানে না। আর সেই জন্যই তার ফলস্বরূপ আজ রিয়া উচ্চমাধ্যমিকে এই ফল পেয়েছে। রিয়ার এই রেজাল্টে স্কুলের প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকারা উচ্ছ্বসিত। সেই সঙ্গে বাবা বিশ্বনাথ রায় জানিয়েছেন, মেয়ের পড়াশুনার জন্য সব রকম সহযোগিতা আমরা করব। ওর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সব সময় ওর সঙ্গে আছি। রিয়ার জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করি। দৃষ্টিহীন ছাত্রী উচ্চ শিক্ষার জন্য সকল প্রতিবন্ধকতাকে কীভাবে অতিক্রম করে এগিয়ে যাবে, তাই এখন দেখার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles