মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে আরও বেশি করে বিনিয়োগের জন্য জাপানি (Tokyo) শিল্পপতিদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। দেশীয় প্রযুক্তির সুবিধা নেওয়ার জন্য জাপানি ব্যবসায়ী সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্ববাসীর জন্য পণ্য তৈরির লক্ষ্যে ভারতীয় বাজারকে কাজে লাগানোর আর্জি জানান মোদি।
দু'দিনের জাপান (Japan) সফরের প্রথম দিনে সেদেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন মোদি। কোয়াড শীর্ষ সম্মেলনে (QUAD Summit) যোগ দিতে সোমবার ভোরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে এনইসি (NEC) কর্পোরেশনের চেয়ারপার্সন নোবুহিরো এন্ডোর (Nobuhiro Endo) সঙ্গে দেখা করেন তিনি। ভারতের টেলিকম যোগাযোগ ক্ষেত্রে এনইসি-র ভূমিকাকে স্বাগত জানিয়েছেন মোদি।
শিল্প উন্নয়ন, কর এবং শ্রম-সহ ভারতে ব্যবসা সহজ করার জন্য গৃহীত বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং এনইসি প্রধান। মোদির সঙ্গে বৈঠকের পর এন্ডো ট্যুইটবার্তায় জানান, “আজ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভাল আলোচনা হয়েছে। স্মার্ট সিটিগুলিতে কী ভাবে কাজ করা যায় সে সম্পর্কে কথা বলেছি তাঁর সঙ্গে। শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।” এপ্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ভারতে নতুন এবং উদীয়মান প্রযুক্তির সুযোগ নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
[tw]
Discussed ways to strengthen cooperation in trade, investment, technology, defence, P2P ties between the two countries.
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022
Concluded with substantive outcomes adding depth and momentum to the bilateral partnership.
[/tw]
এ ছাড়া প্রধানমন্ত্রীর দু’টি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সুজ়ুকি মোটর কর্পোরেশনের উপদেষ্টা ওসামু সুজ়ুকি (Osamu Suzuki), সফট ব্যাঙ্ক (Soft Bank) গ্রুপ কর্পোরশনের বোর্ড পরিচালক মসোয়াসির (Masayoshi Son) সঙ্গে। পরে মোদি জাপানের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর চেয়ারম্যান, তথা সিইও তাদাশি ইয়ানাইয়ের সঙ্গে দেখা করেন। পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অঞ্চল (PM MITRA) এবং পার্ক স্কিম নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। প্রকল্পের অধীনে তৈরি পার্কে একটি ইনকিউবেশন সেন্টার, একটি কমন প্রসেসিং হাউস, একটি কমন ট্রিটমেন্ট প্লান্ট এবং অন্যান্য বস্ত্র নির্মাণ সংক্রান্ত সুবিধা (ডিজাইন সেন্টার এবং টেস্টিং সেন্টার) থাকবে, বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ৪০ ঘণ্টার সফরে ২৩টি বৈঠক, ঠাসা কর্মসূচি নিয়ে জাপানে মোদি
জাপানের ব্যবসায়ী কর্তাদের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী মোদি তাঁদের সঙ্গে তাঁর ছবি ট্যুইট করেন। সংক্ষেপে বৈঠকের আলোচ্য বিষয়গুলিও তুলে ধরে মোদি বলেন, "টোকিওতে শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে কথা বলে আমি খুব খুশি। নানা বিষয় নিয়ে তাঁদের সঙ্গে কথা হয়। ভারতের প্রযুক্তি, উদ্যোগ, দেশীয় বাজার নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন সকলে। ভারতীয় যুবসমাজ এবং মোধার প্রতিও আকৃষ্ট এখানকার শিল্পপতিরা।"
+ There are no comments
Add yours