মাধ্যম নিউজ ডেস্ক: শহরজুড়ে উৎসবের মরশুম। আজ বড়দিন। উৎসবের মেজাজে ইতিমধ্যেই সাজ সাজ রব। ক্রিসমাসে শীতপ্রেমীরা কনকনে ঠান্ডার অপেক্ষাতেই থাকে। কিন্তু এই বছর কনকনে ঠান্ডায় বড়দিন উপভোগের আনন্দ আর হবে না। বছর প্রায় শেষ হতে চললেও হাড় কাঁপানো শীত এখনও অধরা বঙ্গের বুকে। ভোরের দিকে তাপমাত্রার পারদ নিচে নামলেও বেলা বাড়লে সূর্যের প্রকোপে শীতের আমেজ আর অনুভূত হচ্ছে না। জানা গিয়েছে, এবারের বড়দিনে গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে।
কলকাতায় আবহাওয়া
শনিবার থেকেই শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া মানুষের ভিড়। হালকা শীতের আমেজ শহরে। বড়দিনে বাড়বে শহরের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। তবে আগামীকাল এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার এই বৃদ্ধি জারি থাকবে।
পারদ কেন ঊর্ধ্বমুখী?
শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। আর জলীয় বাষ্পের প্রভাবে স্বাভাবিকভাবেই আবহাওয়া পরিবর্তন হবে বড়দিনের দিনে। ফলে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা একটু বাড়বে৷ কলকাতা-সহ পুরো রাজ্যেও সোমবার, মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।
আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ! বড়দিনে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালে শুধুমাত্র দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহে ঘন কুয়াশায় দৃশ্যশূন্যতা দেখতে পাওয়া যাবে৷ ৫০ থেকে ২০০ মিটার থাকবে দৃশ্যমানতা৷ এদিন থেকে পরপর চার দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
কবে শীত?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। বছর শেষে ২৯ ও ৩০ ডিসেম্বর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে কলকাতায়। গোটা রাজ্যেরই তাপমাত্রা নামবে বছর শেষে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২৯ ডিসেম্বর থেকে কমতে শুরু করবে।
+ There are no comments
Add yours