মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। সপ্তাহের শুরুতেই ব্যস্ত দিনেও ভিজল (Rainfall Forecast) কলকাতার বিভিন্ন অঞ্চল। সোমবার, সারাদিন জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (weather update) রয়েছে। কলকাতা-সহ রাজ্যের আরও নয় জেলায় সোমবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার থেকে আবহাওয়ার উন্নতি
আবহাওয়া দফতর (weather update) সূত্রে খবর, সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এদিন থেকে দমকা ঝোড়ো হাওয়ার তীব্রতা কমবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলের জেলা সহ দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather update)।
আরও পড়ুন: ইডির হাতে আটক বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর ঘনিষ্ঠ প্রোমোটার, উদ্ধার হার্ডডিস্ক
চৈত্রের শুরুতে শীতের পরশ
ঝড়-বৃষ্টির জেরে শহরে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। তিলোত্তমায় চৈত্রের শুরুতে শীতের পরশ। ফাল্গুনের শেষ থেকেই যেভাবে গরমে নাজেহাল হচ্ছিল বাংলা, তাতে সাময়িক স্বস্তি মিলেছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ থেকে কমে দাঁড়িয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ থেকে কমে দাঁড়িয়েছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার। ভারী বৃষ্টির সতর্কতা (weather update) থাকবে শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগানের ক্ষতির সম্ভাবনা। যারা এখনও আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours