Kangana Ranaut: জাভেদ আখতার মানহানি মামলায় মুম্বাই আদালতে হাজিরা কঙ্গনার

জাভেদের অভিযোগ ছিল, এক সাক্ষাৎকারে বলিউডকে আক্রমণ করার সময়ে তাঁর নামও নিয়েছিলেন  কঙ্গনা।
Kangana_Javed
Kangana_Javed

মাধ্যম নিউজ ডেস্ক: জাভেদ আখতারের (Javed Akhtar) করা মানহানির মামলায় (Defamation Case) আদালতে গিয়ে বয়ান রেকর্ড করলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ২০২০ সালের নভেম্বরে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের গীতিকার জাভেদ আখতার। সেই মামলার বিষয়েই সোমবার, ৪ জুলাই আদালতে হাজিরা দেন কঙ্গনা। বয়ান রেকর্ডের সময়ে তাঁর সঙ্গে তাঁর দিদি রঙ্গোলি ও তাঁর আইনজীবী থাকবেন, এমন অনুরোধ করেছিলেন তিনি। সেইমতো তাঁরাও সেদিন উপস্থিত ছিলেন মুম্বাই আদালতে।

আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত  

কঙ্গনা তাঁর বয়ানে এদিন বলেন যে, হৃতিক রোশনের (Hrithik Roshan) কাছে ক্ষমা চাইতে রাজি না হওয়ায় তাঁকে অপমান করেছিলেন জাভেদ আখতার। এমনকি, জাভেদ আখতার নাকি তাঁকে এমনও হুমকিও দিয়েছেন যে ক্ষমা না চাইলে পরিণতি খুব খারাপ হতে পারে। এমনটাই দাবি করেছেন বলিপাড়ার 'রেবেল' নায়িকা। 
 
শুধু তাই নয়, কঙ্গনার আরও দাবি, জাভেদ আখতার তাঁকে আত্মহত্যার প্ররোচনা পর্যন্ত দিয়েছেন যার জন্য তাঁর মানসিক স্থিতি ব্যাহত হয়েছে। 

এর আগে সংবাদমাধ্যমের সামনেও এমন দাবি করেছিলেন কঙ্গনা। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার। জাভেদের অভিযোগ ছিল, এক সাক্ষাৎকারে বলিউডকে আক্রমণ করার সময়ে তাঁর নামও নিয়েছিলেন  কঙ্গনা।

সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন যে, জাভেদ আখতার তাঁকে ও তাঁর দিদিকে জুহুর বাড়িতে ডেকে হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে জোর করেছিলেন। ক্ষমা না চাইলে হুমকিও দেন বলে অভিযোগ করেন কঙ্গনা।  

বলিউডে 'লাগামহীন জিভ'- এর জন্যে পরিচিত কঙ্গনা রানাওয়াত। কখন কাকে তিনি আক্রমণ শানিয়ে বসেন তা নিয়ে ভয়ে থাকেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা- নির্দেশকরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ধাকড়। ছবিটির ট্রেলার সাড়া ফেললেও শেষ পর্যন্ত বক্স অফিসে খুব একটা সুবিধে করে উঠতে পারেনি সিনেমাটি। মাত্র ১০ কোটি টাকা আয় হয়েছে সিনেমাটি থেকে। এর জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছেন অভিনেত্রী। ছবিতে তাঁকে একজন স্পাইয়ের চরিত্রে দেখা গিয়েছে। কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন রামপাল, দিব্যা দত্ত। প্রযোজনা করেছেন দীপক ও সোহেল মাকলাই।  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles