Justice Abhijit Ganguly: বই লিখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দুর্নীতি প্রসঙ্গ কতটা থাকবে তাতে?

বিচারপতির দেখা পেতেই তাঁকে ঘিরে ধরেন জনতা। সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Abhijit_Ganguly
Abhijit_Ganguly

মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কিছুমাস ধরে আলোচনায় রয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। চাকরিপ্রার্থীদের জন্যে তিনি হয়ে উঠেছেন 'মাসিহা'। নিয়োগ দুর্নীতি মামলায় দিয়েছেন  একের পর এক যুগান্তকারী রায়। দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনিই। এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতির যতগুলো মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছে, সেগুলোতে বিচারপতির পর্যবেক্ষণ এবং নির্দেশে তোলপাড় রাজ্য।           

এবার এক নয়া সংবাদ দিলেন এই তারকা বিচারপতি। নিজেই জানালেন যে, বই লিখতে চান তিনি। আর তাতে থাকবে রাজ্যের নিয়োগ দুর্নীতির উল্লেখও। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলায় এসে হাল্কা মেজাজে এমনটা জানায় তিনি। এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ নিরাপত্তারক্ষী সহ বইমেলায় পৌঁছান বিচারপতি (Justice Abhijit Ganguly)। তাকে দেখা মাত্রই বাড়তে থাকে ভিড়।  

বিচারপতির দেখা পেতেই তাঁকে ঘিরে ধরেন জনতা। সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনেকে তাঁর হাতে ফুলও তুলে দেন। কেউ কেউ প্রণাম করতেও যান। সকলের সাথে কথা বলেন বিচারপতি (Justice Abhijit Ganguly)। সেখানে একজন তাঁকে ভগবান বলে সম্মোধন করলে তার প্রেক্ষিতে বিচারপতি বলেন, "ভগবান আমি নই। ভগবান কেউ নন। ভগবান হল সংবিধান।’’ 

কী বলেন বিচারপতি? 

এরপরেই সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেন “বিচারপতি গঙ্গোপাধ্যায়ও (Justice Abhijit Ganguly) কি বই লিখবেন?” উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "নিশ্চয়ই লিখব। আত্মজীবনী লেখার ইচ্ছা রয়েছে। নিয়োগ দুর্নীতির কথা অবশ্যই থাকবে। ওই নিয়ে একাধিক মামলা রয়েছে আমার। সেগুলোর কথা থাকবে।’’ এদিন বিভিন্ন স্টলে ঘুরে কেনেন একাধিক বই।

আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

বইমেলায় ছাত্রজীবনের স্মৃতিচারণও করেন বিচারপতি (Justice Abhijit Ganguly)। উঠে আসে কলেজের প্রসঙ্গও। বলেন, ‘‘কলেজের বন্ধুদের সঙ্গে আসতাম। অন্য রকম হত।’’ উপন্যাস পড়তে বেশি পছন্দ করেন  বলে জানিয়েছেন বিচারপতি। কিনেছেন বেশ কিছু উপন্যাস। শুধু বই নয় এদিন লেখার কালিও কেনেন তিনি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles