Al Jazeera Reporter: ‘ভুলবশত’ সেনার হাতেই আল–জাজিরা সাংবাদিকের মৃত্যু হতে পারে, স্বীকার করল ইজরায়েল  

গত ১১ মে একটি শরণার্থী শিবিরে ইজরায়েলি বাহিনীর অভিযানের সময় গুলি লেগে মৃত্যু হয় সাংবাদিক আবু আকলেহর।
Shireen-Abu-Akleh
Shireen-Abu-Akleh

মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল সেনার (Israel Army) ‘ভুল করে ছোড়া’ গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে আল জাজিরার সাংবাদিক (Al Jazeera Reporter) শিরিন আবু আকলেহর (Shireen Abu Akleh)। স্বীকার করে নিল ইজরায়েল প্রশাসন। তবে একে অপরাধ বলে মনে করছে না ইজরায়েল। তাই তদন্ত হবে না। এমনটাও এদিন স্পষ্ট করে তারা।  

গত ১১ মে একটি শরণার্থী শিবিরে ইজরায়েলি বাহিনীর অভিযানের সময় গুলি লেগে মৃত্যু হয় সাংবাদিক আবু আকলেহর। গুলিটি চলে ইজরায়েলি সেনার বন্দুক থেকে। ওই সময় সাংবাদিকের ভূমিকায় কর্তব্যরত ছিলেন  আবু আকলেহ। হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেটে লেখা ছিল প্রেস। তারপরেও গুলি চালায় সেনা। যাকে এখন 'ভুল' বলে দায় সারতে চাইছে ইজরায়েল।

আরও পড়ুন: শব্দ দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারব না! বিক্রান্তের ডেকে উঠে আবেগপ্রবণ মোদি 

প্রত্যক্ষদর্শী ও আল জাজিরা কর্তৃপক্ষের বক্তব্য এবং জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও বিভিন্ন সংবাদসংস্থার বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দেখা গিয়েছে, এক ইজরায়েলি সেনা আবু আকলেহকে গুলি করেছেন।  

ইজরায়েলের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনি জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছিল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় সেনা। যদিও জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার তদন্ত রিপোর্টে বলা হয়েছে, আকলেহ নিহত হওয়ার সময় ঘটনাস্থলে কোনো ফিলিস্তিনি উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইজরায়েলের প্রধান বন্দর হাইফা, বর্তমান মালিক আদানি
 
গতকাল সোমবার ইজরায়েল প্রশাসনের তদন্ত রিপোর্টে বলা হয়, যে গুলিতে আবু আকলেহ নিহত হয়েছেন, তা কোথা থেকে ছোঁড়া হয়েছিল, তা পরিষ্কার করে বলা সম্ভব নয়। এ ঘটনা নিয়ে বিশদ পরীক্ষা–নিরীক্ষা শেষে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিলিটারি অ্যাডভোকেট জেনারেল এখানে অপরাধমূলক কোন ঘটনার গন্ধ পান নি। তাই কোনও পুলিশি তদন্ত নিষ্প্রয়োজন। 

তদন্ত রিপোর্ট প্রকাশের আগে এক সংবাদ সম্মেলনে উচ্চপদস্থ এক সেনা আধিকারিক বলেন, "ঘটনাস্থলে উপস্থিত থাকা সেনাদের সঙ্গে কথা হয়েছে। যদি সেনাদের গুলিতেই সাংবাদিকের মৃত্যু হয়ে থাকে তাহলে তা অনিচ্ছাকৃত, ভুলবশত হয়েছে।" ইজরায়েল প্রশাসন বার বারই বলে এসেছে, তাদের সেনাদের নিয়ে তারা গর্বিত। সেনারা সবসময় নিয়ম মেনেই কাজ করেন।   

গতকাল এক বিবৃতিতে ইজরায়েল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আবু আকলেহর পরিবার। বিবৃতিতে বলা হয়, ইজরায়েল সত্যিকে আড়াল করতে চাইছে এবং শিরিন আবু আকলেহর হত্যার দায় এড়াতে চাইছে। এটি প্রত্যাশিত বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, "আমাদের পরিবার এ নিয়ে হতবাক হয়নি। কারণ, ইজরায়েল নিজের অপরাধ নিয়ে যে তদন্ত করতে পারে না, তা জানাই ছিল।"  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles