মাধ্যম নিউজ ডেস্ক: কাছে হোক অথবা দূরে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ভারতে অধিকাংশ মানুষই ট্রেনের (Indian Railways) উপর নির্ভরশীল। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল পরিষেবা গ্রহণ করেন। আর এই যান্ত্রিক যুগে কর্মব্যস্ততার মধ্যে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটার বদলে বহু মানুষই ঘরে বসে অনলাইনে টিকিট (Online Ticket) কাটতে বেশি পছন্দ করেন।
রেলের তথ্য অনুযায়ী, এখন ২৪ ঘণ্টায় প্রায় ৮ লাখ টিকিট কাটা হয়। কোভিডের (Covid-19) সময় দীর্ঘদিন ব্যাহত হওয়ার পর স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। একইভাবে দীর্ঘদিন অনিয়মিত থাকার পর এবার ক্রমশ স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা। অতিমারীকালে দীর্ঘ সময়ে অনলাইনে টিকিট (e-ticket) না কাটার জন্য অনেক প্রোফাইলই বন্ধ হয়ে গিয়েছে। তাই এখন টিকিট কাটতে গেলে মাঝে মাঝেই সমস্যা দেখা দিচ্ছে। তা দূর করতে অনলাইনে টিকিট বুকিং করার নিয়মে কয়েকটি পরিবর্তন আনল আইআরসিটিসি (IRCTC)।
অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন এসেছে আইআরসিটিসি'র ওয়েবসাইট এবং অ্যাপে। এই নিয়ম পরিবর্তন করা হয়েছে মূলত গ্রাহকদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি সংক্রান্ত বিষয়ে। কি সেই পরিবর্তন ?
অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে এবার থেকে প্রতিটি গ্রাহককে নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করতে হবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফিকেশন ছাড়া আর টিকিট বুকিং করা যাবে না। তবে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে সেই সকল গ্রাহকদের জন্য যাঁরা করোনাকাল থেকে এখনও পর্যন্ত নিজেদের অ্যাকাউন্ট থেকে টিকিট বুকিং করেননি।
IRCTC অনলাইন টিকিট বুকিংয়ের জন্য মোবাইল নম্বর এবং ইমেল আইডি কীভাবে যাচাই করবেন?
প্রথম ধাপ: আপনার IRCTC পোর্টাল বা IRCTC মোবাইল অ্যাপে লগ ইন করে শুরু করুন৷
দ্বিতীয় ধাপ: যাচাইকরণ উইন্ডোতে যান এবং আপনার ইতিমধ্যে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন ৷
তৃতীয় ধাপ: আপনি ডানদিকে একটি যাচাইকরণ বিকল্প এবং বাম দিকে একটি সম্পাদনা বিকল্প দেখতে পাবেন৷ আপনি যদি নিবন্ধিত নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন করতে চান তবে সম্পাদনা বিকল্পে আলতো চাপুন বা যাচাইকরণ ট্যাবে আলতো চাপুন।
চতুর্থ ধাপ: আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাবেন৷ যাচাইকরণ সম্পূর্ণ করতে এটি লিখুন।
পঞ্চম ধাপ: ইমেইল আইডি যাচাইকরণের পদ্ধতি একই। একবার আপনার যাচাইকরণ হয়ে গেলে, আপনি অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে পারবেন।
কীভাবে IRCTC-তে অনলাইনে টিকিট বুক করবেন?
প্রথম ধাপ: একবার যাচাইকরণ হয়ে গেলে, IRCTC পোর্টালে একটি ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড তৈরি করুন এবং ড্যাশবোর্ড থেকে বুক টিকিট ট্যাবে আলতো চাপুন।
দ্বিতীয় ধাপ: অরিজিন স্টেশন, গন্তব্য স্টেশন, যাত্রার তারিখ এবং ট্রেনের বিভাগ নির্বাচন করুন।
তৃতীয় ধাপ: এরপর, একটি ট্রেনের জন্য অনুসন্ধান করুন এবং এর প্রাপ্যতা এবং টিকিটের ভাড়া পরীক্ষা করুন৷ ‘Book Now’-এ ক্লিক করুন এবং এর পরে আপনাকে যাত্রী সংরক্ষণ পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।
চতুর্থ ধাপ: যাত্রীদের বিশদ বিবরণ যেমন বয়স, লিঙ্গ, বার্থ এবং খাবারের পছন্দ পূরণ করুন।
পঞ্চম ধাপ: এখন ‘মেক পেমেন্ট’ বিকল্পের সাথে এগিয়ে যান এবং ভাড়া পরিশোধ করুন।
ষষ্ঠ ধাপ: একবার টিকিট বুক করা হলে, আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ভার্চুয়াল রিজার্ভেশন বার্তা পাবেন এবং আপনার নিবন্ধিত ইমেল আইডিতে বুকিং নিশ্চিতকরণ ইমেল পাবেন।
+ There are no comments
Add yours