IPL Trading Window: ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, নিলামে হাতে রইল সাড়ে সাত কোটি

নিলামে কেকেআর কে বিশেষ জোর দিতে হবে টপ অর্ডার ব্যাটিং ও উইকেট রক্ষক নেওয়ার দিকে।
IMAGE_1647539766
IMAGE_1647539766

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন আইপিএলে (IPL Trading Window) কলকাতা নাইট রাইডার্স এর চেহারা অনেকটাই বদলে যাচ্ছে। কারণ গতবারের দলের ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তালিকাটা বেশ দীর্ঘ। প্যাট কামিন্স থেকে অ্যারন ফিঞ্চ, আলেক্স হেলস থেকে আজিঙ্কা রাহানের মতো তারকাদের বেগুনি জার্সি গায়ে হয়তো পরের আইপিএলে খেলতে দেখা যাবে না। ডিসেম্বরে রয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে ক্রিকেটার কেনা বেচার জন্য কলকাতার নাইট রাইডার্স এর হাতে রয়েছে সাড়ে সাত কোটি টাকা। তারমধ্যে তিনজন বিদেশি ক্রিকেটারের স্লট পূরণ করতে হবে। নিতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানও। স্বাভাবিক ভাবেই শক্তিশালী দল গঠনে ক্ষেত্রে স্বল্প পুঁজি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে।

তালিকা প্রকাশের শেষ দিন

ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের (IPL Trading Window) শেষ দিন ছিল মঙ্গলবার। কলকাতা নাইট রাইডার্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্যাম বিলিংস। সেই পথে হাঁটেন পেট কামিন্স, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চের মতো বিদেশি ক্রিকেটাররা। তাদের প্রত্যেকেরই লক্ষ্য ২০২৩ একদিনের বিশ্বকাপ। আজিঙ্কা রাহানেকে যে শাহরুখের দল রাখবে না সেটা বোঝাই যাচ্ছিল। গতবার এক কোটি টাকা দিয়ে মুম্বাইয়ের ক্রিকেটারটিকে দলে নিয়েছিল কেকেআর। তবে রাহানের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। একইসঙ্গে সেল্ডন জ্যাকসন, শিবম মাভি, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও শ্রীলঙ্কার চামিকা করুণা রত্নেকেও দলে রাখেনি কেকেআর। তবে শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে এবারও খেলতে দেখা যাবে সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের। ট্রেডিং উইন্ডোতে অন্য দল থেকে শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন ও গুজরাত টাইটান্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান রহুল্লাহু গুরবাজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে কেকেআর কে বিশেষ জোর দিতে হবে টপ অর্ডার ব্যাটিং ও উইকেট রক্ষক নেওয়ার দিকে। পাশাপাশি দেশের পেশারদের দিকে নজর থাকবে শাহরুখ খানের দলের। তবে হাতে খুব বেশি অর্থ না থাকায় কতটা শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স গড়ে তুলতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ


কেকেআর ছেড়ে দেয়: প্য়াট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মহ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রশিখ সালাম ও শেল্ডন জ্যাকসনকে।

কেকেআর ধরে রাখে: শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও রিঙ্কু সিংকে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles