IPL Auction 2023: পকেট ফাঁকা! আইপিএল মিনি নিলামে কেকেআর-এর নজরে কারা?

নিলামে ভাল ওপেনার নিতে ঝাঁপাতে পারে কেকেআর।
KKR
KKR

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএলের মিনি নিলামের (IPL Auction 2023) আসর বসছে কোচিতে। যেদিকে চোখ গোটা ক্রিকেট বিশ্বের। গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিরা দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে নিলামে। কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। কারণ ট্রেডিং উইন্ডোতে আফগানিস্তানের রাহমাতুল্লাহ গুরবাজকে নিয়েছে কেকেআর। তিনি ওপেন করতে পারেন। খুব সম্ভবত ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে তিনি ইনিংসের সূচনা করবেন। তাদের বিকল্প কাউকে দরকার নাইটদের। তাই নিলামে ওপেনার নিতে ঝাঁপাতে পারে কেকেআর।

নাইট শিবিরের নজরে কারা

মিনি নিলামে (IPL Auction 2023) অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ক্রিস লিনকে কিনতে পারে কেকেআর। লিনের বেস প্রাইস ২ কোটি টাকা। লিন এর আগে অনেকদিন কেকেআরের হয়ে খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপেনার হিসেবে বাজি ধরতে পারে কেকেআর। একইসঙ্গে ফাস্ট বোলিংয়ে, ফ্র্যাঞ্চাইজি ইংল্যান্ডের রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের উপর বাজি ধরতে পারে। টপলির বেস প্রাইস ৭৫ লক্ষ এবং কটরেলের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

ওপেনার ছাড়াও নিলামে (IPL Auction 2023) ডেথ ওভার বোলিং স্পেশালিস্ট নিতে পারে কেকেআর। কারণ আন্দ্রে রাসেল ভীষণ চোট প্রবণ। কেকেআর টিম ম্যানেজেন্টের নজর থাকবে এমন এক ভারতীয় ব্যাটসম্যানের উপর, যিনি উইকেট কিপিং করতে পারবেন। শেলডন জ্যাকসনকে ছেড়ে দিয়েছে কেকেআর। সরে দাঁড়িয়েছেন স্যাম বিলিংস। শ্রীলঙ্কার কুশল পেরেরা ছাড়াও ফিল সল্ট ব্যাটিংয়ের জন্য কেকেআরের ভালো অপশন হতে পারে। এছাড়া এন জগদীশন এবং মায়াঙ্ক আগরওয়াল নাইট রাইডার্সের নজরে রয়েছে। রাসেলের মতোই মারকুটে অলরাউন্ডার ডেভিড ওয়াইজকে নিতে পারে শারুখ খানের দল। পাশাপাশি বেশ কিছু আন ক্যাপড খেলোয়াড়ের দিকেও চোখ রয়েছে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে এটা দেখার, বাংলার কোনও ক্রিকেটার এবার কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পায় কি না, কারণ বিগত কয়েক বছর ধরে বাংলার ক্রিকেটাররা ব্রাত্য কেকেআর দলে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles