Khalistan Protest: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!  

ভারতের নামে জয়ধ্বনিও দিলেন...
flag_f
flag_f

মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থীদের হুমকির (Khalistan Protest) মুখেও প্রতিরোধ গড়ে তুললেন এক ভারতীয় ছাত্র। ‘লন্ডন স্কুল অফ ইকনমিক্সে’র এই পড়ুয়ার নাম সত্যম সুরানা। ব্রিটেনের রাজধানী শহর লন্ডনে বিক্ষোভ দেখাচ্ছিল খালিস্তানপন্থীরা। সেই বিক্ষোভের মাঝে গিয়েই ভারতের জাতীয় পতাকা তুলে ধরলেন সত্যম। ভারতের নামে জয়ধ্বনিও দিলেন। সমাজমাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ধন্য ধন্য করছেন নেটিজেনরা।

খালিস্তানপন্থীদের বিক্ষোভ

কানাডার কলম্বিয়া প্রদেশে প্রকাশ্যে খুন হন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার জেরে লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। দাবি তোলে স্বাধীন ও সার্বভৌম খালিস্তানের। বিক্ষোভ প্রদর্শনের সময় ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে দেয় খালিস্তানপন্থীরা।

উঁচিয়ে ধরেন তিরঙ্গা

সেই সময় ভিড় ঠেলে এগিয়ে যান সত্যম। মাটি থেকে তুলে নেন জাতীয় পতাকা। উঁচিয়ে ধরেন তিরঙ্গা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেন (Khalistan Protest) লন্ডনের স্কুল অফ ইকনমিক্সে সত্যমের সিনিয়র করণ কটেরিয়া লিখেছেন, “লন্ডন স্কুল অফ ইকনমিক্সে আমার জুনিয়র সত্যম লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে গর্বিতভাবে ভারতের তেরঙ্গা পতাকা তুলে ধরেছে। অহিংসার পথেই চরমপন্থী শক্তির মোকাবিলা করেছে।”

আরও পড়ুুন: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা

সুরানা বলেন, “ভারতীয়দের ওপর অত্যাচার হচ্ছে দেখে খুব খারাপ লাগল। ভারত এখন সুপার পাওয়ার হওয়ার পথে। বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি। এই যে প্রতিবাদ করা হচ্ছে, তা আসলে ভারতকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা।” তিনি বলেন, “আমি আমার দেশের মর্যাদা রক্ষা করেছি। কিন্তু এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে ভারতীয়রা বাইরে যায় এবং ভারত-বিরোধী হয়ে যায়। তারা ভারত সম্পর্কে বাজে কথা বলে। না জেনেই এসব বলে। তারা এটা করে কারণ তারা দেখাতে চায় যারা ভারতকে ঘৃণা করে, তাদের মধ্যে তারাও একজন।” এই জাতীয় (Khalistan Protest) লোকজনের ওপর নজর রাখতে ভারতীয়দের অনুরোধ করেছেন ‘লন্ডন স্কুল অফ ইকনমিক্সে’র ওই পড়ুয়া। তিনি বলেন, “এই জাতীয় লোকজনের ওপর আমাদের নজর রাখতে হবে। তাদের উত্তর দিতে হবে বুদ্ধিদীপ্তভাবে, শারীরিকভাবে নয়।”

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles