মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতিতে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে দুরমুশ করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে ফেলেছেন হার্দিক পান্ডিয়ারা। মঙ্গলবার তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেটাররা এখন ইন্দোরে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। সোমবার সূর্যকুমার যাদবরা দল বেঁধে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar temple) পুজো দিলেন। প্রার্থনা করলেন সতীর্থ ঋষভ পন্থের জন্য। যিনি গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে আপাতত চিকিৎসাধীন। ভারতীয় উইকেটরক্ষকটি কবে ফের মাঠে ফিরবেন, তা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ, ঋষভের চোট গুরুতর। তবে বিশ্বকাপের আগে তিনি যাতে সুস্থ হয়ে দলে যোগ দিতে পারনে, সেটাই প্রার্থনা করছেন ভারতীয় ক্রিকেটাররাও।
সতীর্থের জন্য প্রার্থনা
সংবাদসংস্থাকে সূর্যকুমার বলেন, ‘পন্থকে দ্রুত সুস্থ করে তোলার জন্য ঈশ্বরের কাছে প্রাথর্না করেছি। কারণ ও আমাদের দলের খুবই গুরুকত্বপূর্ণ একজন সদস্য।’ একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ প্রসঙ্গে সূর্যকুমার জানান, ‘পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছি আমরা। তার মানে এই নয় যে তৃতীয় ম্যাচটিকে হাল্কাভাবে নিচ্ছি। বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’’
Madhya Pradesh | Indian cricketers Suryakumar Yadav, Kuldeep Yadav, and Washington Sundar visited Mahakaleshwar temple in Ujjain and performed Baba Mahakal's Bhasma Aarti. pic.twitter.com/nnyFRLMbfa
— ANI (@ANI) January 23, 2023
কিছুদিন আগে শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার পালা নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে কিউয়িরা কিছুটা লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে মাথা তুলতে পারেনি। রোহিত বাহিনী জিতেছিল ৮ উইকেটে।
আরও পড়ুন: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ রাহুল দ্রাবিড় হয়তো রিজার্ভ পরখ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তৃতীয় ম্যাচে ভারতীয় বোলিংয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে। খেলানো হতে পারে উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল কিংবা শাহবাজ আহমেদকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours