Indian Americans: আমেরিকায় বিচারপতি পদে নিযুক্ত হলেন তিন ভারতীয় বংশোদ্ভূত

গত রবিবারে শপথ নিয়েছেন জুলি এ ম্যাথিউ, কেপি জর্জ এবং সুরেন্দ্রন কুমার প্যাটেল
judges
judges

মাধ্যম নিউজ ডেস্ক: তিনজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান (Indian Americans), মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশে বিচারক পদে শপথ নিলেন। গত রবিবারে শপথ নিয়েছেন জুলি এ ম্যাথিউ, কেপি জর্জ এবং সুরেন্দ্রন কুমার প্যাটেল। প্রসঙ্গত টেক্সাসের 'ফোর্ট বেন্ড কান্টিতে' তাঁরা তিনজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান (Indian Americans), মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশে বিচারক পদে শপথ এই শপথ নিয়েছেন। 

তিনজন ভারতীয় বংশোদ্ভূতের (Indian Americans) সংক্ষিপ্ত পরিচয়

এদের মধ্যে জুলি এ ম্যাথিউ যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান (Indian Americans) মহিলা, প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন চার বছর আগে এবং এটা নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য পুনঃনির্বাচিত হলেন, পরাস্ত করেছেন তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনবারকে। জুলি এ ম্যাথিউ আদতে একজন কেরালার বাসিন্দা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শপথ নেন তিনি।

আরও পড়ুন: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

তাঁকে নির্বাচিত করা হয়েছে প্রশাসনিক বিচারক হিসেবে এবং বিভিন্ন জুভেনাইল মামলাগুলিও তিনি দেখবেন এবার থেকে। ফেসবুকে তিনি এই জয়ের পরে লেখেন," ধন্যবাদ জানাচ্ছি সকলকে, আমি কৃতজ্ঞ, আমাকে নির্বাচিত করার জন্য। এই প্রদেশের সমস্ত নাগরিকদের প্রতি আমি দায়বদ্ধ, আরও একটি বারের জন্য  আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ আমার সমস্ত সমর্থকদের কাছে এবং যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদের কাছে"।

অন্যদিকে কেপি জর্জও দ্বিতীয় বারের জন্য এই নির্বাচনে যেতেন। তিনিও কেরালার ভূমিপুত্র। জর্জের বর্তমান বয়স ৫৭ বছর এবং তিনি একজন ডেমোক্র্যাট। ২০১৮ তেও তিনি নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে তিনি আবারও চার বছরের জন্য চিফ এক্সিকিউটিভ পদে নির্বাচিত হলেন।

টেক্সাসের এই প্রদেশে নির্বাচিত হয়েছেন আরও এক রিপাবলিকান, সুরিন্দর কুমার প্যাটেল যিনি পরাস্ত করেছেন তাঁর প্রতিপক্ষ এডওয়ার্ডকে। সুরিন্দর কুমারের বয়স ৫২ বছর এবং তিনিও একজন কেরালার বাসিন্দা। যাঁর ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে আইন বিষয়ে। তিনি একজন ভারতের আইনজীবী ছিলেন, কালিকট বিশ্ববিদ্যালয় সুরিন্দর প্যাটেল ১৯৯৫ সালে নিজের আইনের ডিগ্রি নিয়েছিলেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles