মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সামনে মাথা নত করল অস্ট্রেলিয়ার দল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানই করতে সক্ষম হয়েছিল। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড নেয়। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে অজিরা করতে পারে মাত্র ৯১ রান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
জাদেজা ও অশ্বিনের দাপট
ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তিন দিনের কম সময়েই চূর্ণ অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলল রোহিত শর্মার দল। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে বড় অবদান ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন। তিনি ৩৭ রানে পাঁচ উইকেট নেন। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে যায় টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চূর্ণ হয়ে গেল মাত্র ৯১ রানে। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট।
অজিদের হার
অন্যদিকে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৫ রান করেন স্টিভ স্মিথ। তিনি ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাদেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours