India vs England: বুমরার ৬ উইকেট, যশস্বীর দ্বিশতরান, দ্বিতীয় ম্যাচে চালকের আসনে ভারত

Jasprit Bumrah: বুমরার বিধ্বংসী স্পেলে ঘায়েল ইংরেজরা, আপাতত এগিয়ে ভারত
parliament_-_2024-02-03T172720279
parliament_-_2024-02-03T172720279

মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা যশস্বীর, শেষটা বুমরার। ব্যাটে-বলে দুই যশ-এর দাপটে দ্বিতীয় টেস্টে এখনও চালকের আসনে রোহিতরা। প্রথমজনের দুশো রান, দ্বিতীয় জনের ৬ উইকেট। দু"জনের দাপটে দ্বিতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। বিশাখাপত্তনামে টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ১৫ রান করেছেন যশস্বী। মেরেছেন ৩টি চার। ১৩ বলে ১৩ রান করেছেন রোহিত। তিনিও ৩টি চার মেরেছেন। ভারত আপাতত ১৭১ রানে এগিয়ে রয়েছে।

ঘুরে দাঁড়ানোর লড়াই 

হায়দ্রাবাদ টেস্টে পরাজিত হওয়ার পরে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পরিণত হয়েছে। ভাইজ্যাগের হাই-ভোল্টেজ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় রোহিত শর্মার। ভারত শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই বড় রানের ভিত গড়ে ফেলে। সৌজন্যে যশস্বী জসওয়ালের দুর্দান্ত ব্যাটিং। যদিও যশস্বী কার্যত একা লড়াই চালান বলে মনে হওয়া স্বাভাবিক। কেননা তরুণ ওপেনার প্রথম দিনে অনায়াসে দেড়শো রানের গণ্ডি টপকালেও ভারতের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৪০ রানেও পৌঁছতে পারেননি।

পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড আড়াইশো টপকে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। একাই ৬টি উইকেট নেন জসপ্রীত বুমরা। মাত্র ৫৫.৫ ওভার টেকে ইংল্যান্ডের ব্যাটাররা।‌ সর্বোচ্চ রান জাক ক্রলির। ২টি ছয়, ১১টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৬ রান করেন। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু ক্রলি ফিরতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে যশস্বীর পর, বলে বিধ্বংসী বুমরা।‌ একাই বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ছয় উইকেট নেন বুমরা। তাঁর শিকার অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। গত ম্যাচে শতরান করা অলি পোপ এবং ক্রলি মিলে এদিন ফের জুটি গড়তে শুরু করেছিলেন। তাঁদের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ৭৮ বলে ৭৬ রান করে আউট হয়ে যান ক্রলি। এর পরেই ইংল্যান্ডের মিডল অর্ডারকে ভেঙে দেন বুমরা। গত ম্যাচের নায়ক পোপকেও ফেরান তিনি। 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles