NLEM: ক্যান্সারের সম্ভাবনা! জাতীয় তালিকা থেকে বাদ জিনট্যাক, বন্ধ হবে উৎপাদনও?

স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, সল্ট র‌্যানিটিডিনসহ মোট ২৬টি ওষুধ অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাদ পড়েছে।
Medicine
Medicine

মাধ্যম নিউজ ডেস্ক: অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (NLEM) থেকে বাদ পড়ল র‌্যানট্যাক-জিনট্যাক (India removes Ranitidine and Zinetac from the essential medicines list)। বদহজম হোক বা পেটে ব্যাথা বাঙালির র‌্যানট্যাক-জিনট্যাক যেন সব সময়ের সঙ্গী। অনেকে দৈনিকও খান এই ওষুধ। এবার অত্যাবশ্যকীয় ওষুধের জাতীয় তালিকা থেকেই বাদ পড়ল এই ওষুধ।

আরও পড়ুন: জরুরি ওষুধের জাতীয় তালিকা প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের, স্থান পায়নি করোনা টিকা 

মঙ্গলবার দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই তালিকায় নাম রয়েছে ৩৮৪ টি ওষুধের। ২০১৫ সালের শেষ অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় ছিল মোট ৩৭৬ টি ওষুধ। এবার ৩৪টি ওষুধ তালিকায় যোগ করা হয়েছে। বাতিলও করা হয়েছে বেশ কিছু।   

স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, সল্ট র‌্যানিটিডিনসহ মোট ২৬টি ওষুধ অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাদ পড়েছে। জিনট্যাক এবং র‌্যানট্যাকসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের নামে বিক্রি হয় র‌্যানিটিডিন। এই র‌্যানিটিডিনের মধ্যে থাকা এন-নাইট্রোসোডিমেথাইলামাইন নামে এমন এক উপাদান রয়েছে, যা থেকে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। ক্যানসারের ঝুঁকি এড়াতেই বাদ দেওয়া হয়েছে এই ওষুধ। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাদ পড়া ২৬টি ওষুধের উৎপাদনও বন্ধ করে দেওয়া হবে।     

কোন কোন ওষুধ বাদ দেওয়া হয়েছে?

১. অল্টেপ্লেস

২. অ্যাটেনোলল

৩. ব্লিচিং পাউডার

৪. ক্যাপ্রিওমাইসিন

৫. সেট্রিমাইড

৬. ক্লোরফেনিরামিন

৭. ডিলোক্সানাইড ফুরোয়েট

৮. ডাইমারকাপ্রোল

৯. এরিথ্রোমাইসিন

১০. ইথিনাইলস্ট্রাডিওল

১১. ইথিনাইলস্ট্রাডিওল(A) নরেথিস্টেরন (B)

১২. গ্যানসিক্লোভির

১৩. কানামাইসিন

১৪. লামিভুডিন (A) + নেভিরাপাইন (B) + স্ট্যাভুডিন  (C)

১৫. লেফ্লুনোমাইড

১৬. মিথাইলডোপা

১৭. নিকোটিনামাইড

১৮. পেজিলেটেড ইন্টারফেরন আলফা 2a, পেজিলেটেড ইন্টারফেরন আলফা 2b

১৯. পেন্টামিডিন

২০. প্রিলোকেইন (A) + লিগনোকেইন (B)

২১. প্রোকারবাজিন

২২. রেনিটিডিন

২৩. রিফাবুটিন

২৪. স্ট্যাভুডিন (A) + লামিভুডিন (B) 

২৫. সুক্রালফেট

২৬. সাদা পেট্রোলটাম

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles