মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি (India Japan Agreement) স্বাক্ষরিত হল। সম্প্রতি টোকিওতে স্বাক্ষরিত ওই চুক্তি মোতাবেক এই দুই দেশ যৌথভাবে 'ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা' (UNICORN Mast) মাস্ট বা জাহাজের মাস্তুল তৈরি করবে, যা একটি অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা হবে।
ইউনিকর্ন মাস্ট
সামরিক সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনীর জাহাজেগুলির স্টেলথ বৈশিষ্ট্য বাড়ানোর জন্য এই নতুন প্রজন্মের ইউনিকর্ন মাস্ট (UNICORN Mast) বা মাস্তুল সিস্টেম বসানো হবে। তিনটি জাপানি কোম্পানি মিলিতভাবে এই প্রযুক্তি তৈরি করে। এই অ্যান্টেনাগুলি বর্তমানে জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের মোগামি-শ্রেণির ফ্রিগেটে মোতায়েন করা আছে। প্রচলিত মাস্তুলের পরিবর্তে একাধিক যোগাযোগ সিস্টেমের অ্যান্টেনাকে একত্রিত করে পুরোটা একটা রেডোম-এর মধ্যে ঢেকে দিয়ে রেডার ক্রস-সেকশন (RCS) হ্রাস করে এই নয়া প্রযুক্তি (UNICORN Mast) জাহাজগুলিকে অধিকমাত্রায় স্টেলথ করে তুলবে। একইসঙ্গে অত্যাধুনিক অ্যান্টেনা থাকায় নিজেদের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগও স্থাপন সম্ভব হবে (India Japan Agreement)। এর ফলে একদিকে যেমন শত্রুদের মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বয় সাধন সহজ হবে। অন্যদিকে, শত্রুর রেডারে অদৃশ্য থাকতে পারবে। এর ফলে, বিশেষ করে স্পর্শকাতর পরিবেশে নৌবাহিনী তার কার্যকারিতা উন্নত করতে পারবে।
Memorandum of Implementation signed at the Embassy of India, Tokyo between Govt of India and Govt of Japan, for co-development of UNICORN mast for fitment onboard Ships of Indian Navy
— PIB India (@PIB_India) November 16, 2024
The Unified Complex Radio Antenna (UNICORN) is a mast with Integrated Communication systems… pic.twitter.com/9lF1J0bAqs
ভারত-জাপান বন্ধুত্ব
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথমবার ভারত ও জাপানের মধ্যে এই ধরনের চুক্তি (India Japan Agreement) স্বাক্ষরিত হল। টোকিওতে ভারতীয় দূতাবাসে ১৫ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ভারতের টোকিওস্থ রাষ্ট্রদূত সিবি জর্জ এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন অধিগ্রহণ প্রযুক্তি ও লজিস্টিক্স সংস্থার কমিশনার ইশিকাওয়া তাকেশি। এই চুক্তি ২০১৫ সালের ভারত-জাপান প্রতিরক্ষা (India Japan Agreement) সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর চুক্তির অন্তর্গত। ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, জাপানের সহযোগিতায় এই উন্নত প্রযুক্তি (UNICORN Mast) ভারতীয় প্রতিষ্ঠান 'ভারত ইলেকট্রনিকস লিমিটেড' দ্বারা ভারতের মাটিতে তৈরি হবে।
Regarding the UNICORN Mast deal with JAPAN:
— Mountain Rats (@mountain_rats) November 16, 2024
This is a very significant move. Not only for the fact that this deal will give us cutting edge Military Communication tech but also that the Japanese have agreed to do so! What is even more special is that the Indian side is… pic.twitter.com/lFUclvuJQR
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours